রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা রাজ্যের ততকালীন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ৬ নভেম্বর পর্যন্ত ইডিহেফাজতের রায় ঘোষণা করল আদালত । ব্যাঙ্কশাল কোর্টে ইডি আদালতের রায় ঘোষণার পরেই জ্ঞান হারালেন জ্যোতিপ্রিয় । মাথায় জল দেন জ্যোতিপ্রিয়র মেয়ে । বিচারক তনুময় কর্মকার পুরো ঘটনা খতিয়ে দেখেন।
আজ এজলাসে বার বার মন্ত্রীর আইনজীবীর পক্ষ থেকে বলা হয়, জ্যোতিপ্রিয় অসুস্থ। তার শারিরীক অবসেথার জন্য তাকে অব্যাহতি দেওয়া হোক। পাল্টা প্রায় চট্টাপাধ্যায়ের মত এবারও প্রভাবশালী তত্ত্বের কথা বলে ইজির আইনজীবি। তদন্তের স্বার্থে মন্ত্রীকে নিজেদের হেফাজতে চায় ইডি।
বিচারক তনুময় কর্মকার ৬ নভেম্বর পর্যন্ত জ্যোতিপ্রিয়র ইডি হেফাজতের কথা ঘোষণা করতেই জ্ঞান হারান অনুব্রত । তাকে তড়িঘড়ি ফার্স্ট এইড দেওয়া হয় । আদালতেই বমি করতে থাকেন মন্ত্রী।
Comments