২০২২ সালে চাকরি প্রার্থী আমিনা পারভীন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়েছিলেন। কিন্তু এদিন বিচারপতির ইন্টারভিউতে ডাহা ফেল করেন তিনি।
দূর্গা বানান জিজ্ঞেস করায় তিনি ভুল বানান বলেন, এরপর বিচারপতি বললেন, " এই বিদ্যা নিয়ে পড়তে যাবেন না "।
"এমন বানান বললে আপনাকে বলবো স্কুলে পড়াতে যাবেন না" এমনটাই মন্তব্য করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
আদালতের নির্দেশে এই পরীক্ষার্থীর ভিডিওগ্রাফি করে ইন্টারভিউ নেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি।
সেই ভিডিও আজ এজলাসে চালিয়ে দেখেন বিচারপতি।
দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা আমিনা পারভীন চাকরির দাবিতে হাইকোর্টে মামলা করেছিলেন। তাঁর বক্তব্য ‘যোগ্যতা’ থাকা সত্ত্বেও চাকরি পাননি তিনি। প্রাথমিক শিক্ষা পর্ষদের বক্তব্য ছিল, ইন্টারভিউতে পাশ করতে পারেননি মামলাকারী। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, ওই ইন্টারভিউর ভিডিও দেখেন এজলাসে।
তারপরই বিচারপতি মামলাকারীকে দুটি বানানো জিজ্ঞেস করেন। সেই দু’টি বানানই ভুল বলেন মামলাকারী।
Comments