top of page
Writer's pictureRuchika Mukherjee, WTN

"অভিষেকের বাড়ির ঠিকানা জানেনা না?" ইডি-র আইনজীবীকে জিজ্ঞাসা বিচারপতির


ইডি-র মামলায় আজ হাইকোর্টে বিচারপতি সোমবার ইডি-র পক্ষে দাঁড়ানো উকিলদের জিজ্ঞেস করেন সাংসদের মাত্র তিনটি বীমা ছাড়া আর কোনো কিছু নেই কেন? কেন ব্যাংক অ্যাকাউন্টের কোনো বিশদ তথ্য নেই।এই নিয়ে ইডিকে ভর্ৎসনা করে হাই কোর্টের বিচারপতি অমৃতা সিংহ ইডির দেওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির বিবরণ নিয়ে প্রশ্ন তুললেন।


বিচারপতি এও জানান লিপস অ্যান্ড বাউন্ডস নিয়ে গত আট মাস ধরে ইডি যে তদন্ত করছে, তার নিট ফল শূন্য। মামলার পরবর্তী শুনানি ২৯ সেপ্টেম্বর।


বিচারপতি ইডিকে নানান প্রশ্নের মুখে ফেলে দেন। বিচারপতির প্রশ্ন, সাংসদের কোনো বাড়ির ঠিকানা নেই? কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই? তা না জানলে ইডি-র কর্মচারীরা বেতন পান কী যোগ্যতায়?


এখানেই বিচারপতির প্রশ্ন শেষ হয়ে যায়নি। তিনি জানতে চেয়েছেন, "লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার যে সিইও তার কি সম্পত্তি দেখানো হয়েছে? আপনারা যা তথ্য দিয়েছেন তা কি বিশ্বাস করা যায়?" অভিষেকের সংস্থার পাশাপাশি এক টলিউড অভিনেতার সম্পত্তি নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন বিচারপতি অমৃতা সিংহ।


লি‌প‌স অ্যান্ড বাউন্ডস সংস্থার মালিকানায় একটি কারখানা রয়েছে তা ইডির তদন্তে উঠে এসেছে।কারখানায় পানীয় জলের বোতল তৈরি হয়।এই নিয়েও প্রশ্ন তুলেছেন বিচারপতি অমৃতা সিংহ।


তিনি প্রশ্ন তোলেনঃ কেন কারখানা তৈরি করা হয়েছিল? কেন তার ঠিকানা বদল হল, এই সব তথ্যের কিছুই জানায়নি ইডি। এই তদন্তে চলচ্চিত্র জগতের এক জনের নামও জড়িয়েছে।


বিচারপতি বলেন, ‘‘ছবির জগতের এক জনেরই নাম? বাকিদের তদন্তের আওতায় আনবেন না? আদালতের পক্ষে সম্ভব নয় অভিযুক্তদের পিছনে দৌড়নো। এক তদন্তকারী সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা সঠিক তথ্য দিতে না পারলে আদালত কী করবে?’


লিপ‌স অ্যান্ড বাউন্ডস সংস্থার ছ’জন ডিরেক্টরের নাম, তাঁদের সম্পত্তির পরিমাণ, সংস্থার লেনদেন, তার মূল্য, এই সংস্থায় কারা ক্লায়েন্ট, তাঁদের নাম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সংস্থার রোজের কাজ কে দেখতেন, সিইও অভিষেকের সম্পত্তির বিস্তারিত বিবরণ, তাঁর মা লতা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির বিস্তারিত বিবরণ, সংস্থার সব কর্মীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কারা, কবে সংস্থায় যোগ দিয়েছেন, কেন সংস্থার ঠিকানা পরিবর্তন এবং কার কাছে তদন্ত নিয়ে ইডি সাহায্য চায়, তা জানাতে হবে হাই কোর্টে।


বিচারপতি এও জানিয়েছে, আদালত ফল আশা করে।


Komentar


bottom of page