top of page

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা ট্রাফিক পুলিশদের





কোলকাতা ট্রাফিক পুলিশের ট্রাফিক নিয়ন্ত্রণের ভূয়সী প্রশংসা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। সীমাবদ্ধতার মধ্যে কোলকাতা ট্রাফিক পুলিশ যেভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করে তা দুর্দান্ত। পুজোর সময় খুবই দক্ষতার সঙ্গে লক্ষ লক্ষ মানুষের ভিড় সামলায়।


তুষার তালুকদার পুলিশ কমিশনার থাকার সময় থেকেই এমন ট্রাফিক সামলানোর পারদর্শীতা দেখিয়ে আসছে। মুম্বাই বা বেঙ্গালুরুর তুলনায় আমাদের কোলকাতা ট্রাফিক পুলিশ খুব ভালো। ভিড় সামলানোতেও আমাদের কোলকাতার ট্রাফিক পুলিশ দক্ষ, এমনটাই মন্তব্য করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।


আজ শহরে যানজট বিষয়টি আইনজীবীদের কাছ থেকে জানতে পারার পর এমন মন্তব্য করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। গত ৫-৭ বছর কোলকাতা ট্রাফিক পুলিশ ভালো কাজ করছে। - জানান প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত।


তখন বিচারপতি জানান,কোলকাতা ট্রাফিক পুলিশ বরাবর ভালো কাজ করে। তুষার তালুকদার সময় থেকে পারদর্শীতা আরও বেড়েছে।

Comments


bottom of page