top of page

যাদবপুর বিশ্ববিদ্যালয় উপাচার্য আবার বিস্ফোরক


ইউজিসির রিপোর্ট অনুযায়ী যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এখনো র‍্যাগিং আরও অন্যান্য দিকগুলিতে কোনো সিদ্ধান্ত নেয়নি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।


রাজ্যপালের সঙ্গে বৈঠক করেও এ তালিকা থেকে তাদের বিশ্ববিদ্যালয়ের ওপর যে নিষেধাজ্ঞা রয়েছে সেগুলি সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। রাজ্যপালও সেই সিদ্ধান্তের মত দিয়েছিলেন। তিনি বলেছিলেন সমস্ত নিষেধাজ্ঞা সরিয়ে নেওয়ার জন্য।


এরপর উপাচার্যকে জিজ্ঞেস করা হয় পড়ুয়াদের কথা ভেবে তিনি কী পদক্ষেপ নিচ্ছেন এই ডেঙ্গি পরিস্থিতিতে। উত্তরে তিনি বলেন, আমরা বিভাগগুলির মতামত চেয়েছিলাম ডেঙ্গি আক্রান্ত পড়ুয়াদের জন্য পরবর্তী পদক্ষেপ কী করা যেতে পারে? একাধিক বিভাগ এখনো তাদের মতামত জানায়নি। বিভাগগুলি মতামত জানালে আমরা পদক্ষেপ করতে পারতাম। সব কিছু বিদ্যালয়গুলির ওপর চাপিয়ে দিলে হয়?


তিনি আরো বলেন ১৩ বছর ধরে বিদ্যালয়ের নোংরা পরিষ্কার হয়নি। সেটা ১৩ দিনে করা সম্ভব? আমাকে ১৩ মাস সময় দিন আমি করে দেব। " এমনটাই বললেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বুদ্ধদেব সাউ।


রুচিকা মুখার্জি

Commentaires


bottom of page