top of page

কাশ্মীর থেকে গ্রেফতার করা হল লস্কর-এ-তৈবা-র পাঁচ সদস্যকে

Writer: Ruchika Mukherjee, WTNRuchika Mukherjee, WTN

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার ২৪শে সেপ্টেম্বর জম্মু কাশ্মীরের কুলগাঁও জেলা থেকে লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠনের পাঁচ জন সদস্যকে গ্রেফতার করা হয়।


পুলিশ সূত্রে জানা গেছে, এই লস্কর জঙ্গিদের গ্রেফতার করেছে কাশ্মীর পুলিশ এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের যৌথ বাহিনী।


জঙ্গিদের থেকে পাওয়া গেছে দুটি পিস্তল, তিনটি হ্যান্ড গ্রেনেড, দুটি পিস্তলের ম্যাগাজিন, একটি ইউবিজিএল গ্রেনেড লঞ্চার, পিস্তল এবং একে ৪৭ এর গুলি।


তাঁদের বিরুদ্ধে থানায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।


এলাকায় আরো জঙ্গিদের চিহ্নিত করে গ্রেফতার করতে পুলিশ অভিযান চালাচ্ছে

Comments


bottom of page