রাজ্যের একমাত্র কংগ্রেসের দখলে থাকা ঝালদা পৌরসভা হাতছাড়া হয় গত ৬ই সেপ্টেম্বর। কংগ্রেসের চার কাউন্সিলর ও নির্দলের ১ কাউন্সিলর যোগদান তৃণমূল কংগ্রেসে। ঝালদা পৌরসভার ১২ টি আসনের তৃণমূল কংগ্রেসের দখলে চলে যায় ১০ টি আসন। সংখ্যালঘু হয়ে পড়ে কংগ্রেস। তাই নৈতিকতার দিক থেকেই ভাইস চেয়ারম্যান এর পদ থেকে ইস্তফা দিলেন পূর্ণিমা কান্দু।
নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর স্ত্রী পুর্নিমা কান্দু । গত পুরভোটে তপন কান্দুর আসন থেকে জেতে তার ভাইপো মিঠুন কান্দু । তারপর ৬ই সেপ্টেম্বর তপন কান্দু সহ কংগ্রেস ও নির্দল কাউন্সিলররা যোগ দেন তৃণমূলে। পুরসভা চলে যায় তৃণমূলের হাতে।
তপন কান্দু হত্যার পর তৃণমূলের বিরুদ্ধে সবচেয়ে বেশী সোচ্চার হয় এই মিঠুন কান্দু । মামলা গড়ায় হাইকোর্ট অবধি। কংগ্রেস দাবি তোলা সিবিআই তদন্তের। হাইকোর্ট সিবিআইয়ের তদন্তভার দেয়। সিবিআই চার্জশিটে ৫ জনকে অভিযুক্ত করে।
তবে ধূপগুড়ি উপনির্বাচলের ফলপ্রকাশের পরেই মিঠুন কান্দুর নেতৃত্বে পুরসভা চলে যায় তৃণমূলের হাতে। উন্নয়েনের জন্যই যোগদান , মন্তব্য করেন মিঠুন। তখনও পুর্নমা কান্দু কী করবেন তা নিয়ে জল্পনা চলছিল। এবার সেই জল্পনার অবসান। ইস্তফাই দিলেন নিহত তপন কান্দুর স্ত্রী পুর্নিমা কান্দু ।
Comments