top of page
Writer's pictureAfsana Nigar, WTN

সাধারণের 'জওয়ান' মুক্তি পেলো বাংলাদেশেও



যে সময় বিজ্ঞান ভারতবর্ষকে মহাকাশ হাতের মুঠোয় এনে দিচ্ছে, যে সময় মানুষ আকাশের দিকে তাকিয়ে উচ্চাকাঙ্ক্ষী,সেই চরম মুহূর্তে শাহরুখ খান ঘুম-ভাঙানি অ্যালার্ম এর মতো কাজ করেছে।

আজ অ্যাটলি কুমারের সিনেমা 'জওয়ান' বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে। শাহরুখ খান অভিনীত ছবিটি ভারতের সামনে আয়না তুলে ধরেছে। ঘোর ছেড়ে বেরিয়ে সাধারণ মানুষের জন্য,সাধারণ মানুষের কথা বলেছেন 'আজাদ'।


তিনি সিদ্ধান্ত নেওয়ার সঠিক পাঠ দেওয়ার চেষ্টা করেছেন দর্শককে - 'হাজার একটা জিনিস কেনার পরে ৫০টা প্রশ্ন করতে পারো কিন্তু পাঁচ বছরের সরকার বেছে নেওয়ার আগে একবার 'তর্জনীর গর্জন' দেখাতে কেন পারে না মানুষ? প্রশ্ন 'জওয়ান;-এর।

বিত্তশালী ব্যবসায়ীদের কোটি কোটি টাকা মুকুব করে দেওয়া হয়, অথচ সাধারণ চাষিদের কেন ভিড় বাজারে উলঙ্গ করে সরকার, তার দর্পণ হয়ে উঠেছে এই ছবি। এ যেন বাস্তবের চিত্রাঙ্কন। অত্যন্ত

সাহসিকতার পরিচয় দিয়ে একটি 'সেনসিটিভ কমার্শিয়াল' ছবি হিসেবে দর্শকদের মন জয় করবে জওয়ান।

আজ সেই প্যান ইন্ডিয়া মুভি বাংলাদেশে মুক্তির ছাড়পত্র পেল । প্রথমে বাংলাদেশের চলচ্চিত্র জগতের কিছু ব্যক্তিত্ব এই ছবি মুক্তির বিরোধিতা করেছিল । অভিনেতা 'সিয়াম' বলেন, "নিজের ব্যবসায়িক ক্ষতি করতে চাইলে মুক্তি পাক, আমাদের অসুবিধা নেই।"


পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু সবচেয়ে বেশি বিরোধিতা করেন, কারণ ৮ই সেপ্টেম্বর তার নিজের পরিচালিত দুইটি ছবি একসঙ্গে মুক্তি পাবে।


তবে অবশেষে বাংলাদেশের সেন্সর বোর্ড মুক্তির ছাড়পত্র দিয়ে ফেলেছে 'জওয়ান'-কে। সুতরাং বাধাহীন ভাবে ছবির পর্দায় শাহরুখ খান প্রশ্ন করবেন বাংলাদেশের সাধারণ মানুষদেরও।


Comments


bottom of page