আজ কলকাতায় ভোর ৫ টায়ে শাহরুখ খানের 'জওয়ান' ঝড় ওঠে নিউটনের এক মাল্টিপ্লেক্সে। ফার্স্ট ডে, ফার্স্ট শো দেখার উত্তেজনাটা ভক্তদের মধ্যে ভালোই ছিল। আগামী কিছুদিনের কলকাতার মাল্টিপ্লেক্স গুলোতে 'জওয়ান'-এর টিকিট সব বিক্রি হয়ে গেছে।
শাহরুখ খান শুধু যে একজন অভিনেতা নয়। সে এখন তাঁর ভক্তদের চোখে ভগবান হয়ে উঠেছে। দেশের হৃদস্পন্দন বলতে যা বোঝায়, শাহরুখ খান এখন তাই।
৫৭ বয়েসের এই অভিনেতা এখনও গোটা বিশ্ব কাঁপাচ্ছে তার অভিনয় দিয়ে। অমিতাভ বচ্চন, কমল হাসান এবং রজনীকান্তের মতোই বয়স তাঁর ইমেজে বিন্দুমাত্র ছোঁয়া ফেলতে পারেনি।
বলিউডে নতুন অভিনেতারা এসেছেন, তাদের অভিনীত অনেক ভালো চলচিত্র আমরা উপভোগ করেছি। কিন্তু শাহরুখ খানের মত কেউ এই ভক্তদের মধ্যে উন্মাদনা তৈরী করতে পারেনি।
আজ এই ভোরের শোয়ে ভক্তদের
ঢল উপচে পড়েছিল সঙ্গে তাদের উত্তেজনা কিং খানকে দেখার, তা বলার মত ছিল। শুধু সাধারণ মানুষরা নয়, বাংলা চলচিত্রের এক দম্পতিরও দেখা মিলেছে। তারা জানায়, ওরা শাহরুখ খানের ফ্যান তাই ফার্স্ট ডে, ফার্স্ট শো মিস করা যাবে না।
২০১৮ এর 'জিরো' ফ্লপ হওয়ার পর ২০২৩-এ কিং খান নতুন যাত্রা শুরু করেন 'পাঠান' দিয়ে। এবার জওয়ান।
শাহরুখ খান নতুন করে আরেকবার প্রমাণ করলেন "এইভাবেও ফিরে আশা যায়'।
একটি সাক্ষাতকারে কিং খান বলেছিলেন, "
হি ইস দা লাস্ট সুপারষ্টার অফ বলিউড। " কথাটা যে ভুল বলেননি, তার আর এক নজির মিললো আজ।
এরকম উত্তেজনা শেষ কোন সিনেমা বা কোন অভিনেতার জন্য দেখা মিলেছে ? তার ভক্ত শুধু ভারতবর্ষে না, গোটা বিশ্বে তা দেখা মেলে।
এর আগে "ওপেনহেইমার " দেখে দর্শকরা বলেছিলো তাদের মনে হয়েছিল তারা ফিজিক্স ক্লাস করতে গেছিলো। 'বার্বি' দেখতে দর্শকরা বেশিরভাগ গোলাপি রঙের জামা পরে দেখতে গেছিলো। এইবার দেখা যাক দর্শকরা 'জওয়ান' দেখে কী বলে ? তারাও কি মুখে ব্যান্ডেজ বেঁধে এই সিনেমা দেখতে যাবে ?
Comentários