ক্ষুদে থেকে বৃদ্ধ। সিনেমাপ্রেমী সকলের মুখেই এখন একটাই নাম 'জওয়ান'। একটি ছবি যা তোলপাড় করে দিয়েছে গোটা দেশকে।
মুক্তির মাত্র ৫ দিনেই ৩০০ কোটি টাকার উপরে ব্যবসা করে ফেলেছে এই ছবিটি। এমনকি তারই অভিনীত ‘পাঠান’ ছবির রেকর্ড তিনি ভেঙে ফেলেছেন নিজেই।
তবে একা শাহরুখ নন, তার সহ অভিনেতারাও এখানে খুবই গুরুত্বপূর্ণ।এই ছবিতে দক্ষিণের একাধিক তারকাকে দেখা গিয়েছে। সেই সঙ্গে রয়েছেন উত্তরের শিল্পীরাও।
এই সিনেমায় যে তারকা নজর কেড়েছেন সকলের, তিনি হলেন দক্ষিণের ডাকসাইটে অভিনেতা বিজয় সেতুপতি। 'জওয়ান' ছবিতে ভিলেনের ভূমিকায় অভিনয় করেছেন।
বর্তমানে সকলে তাঁকে এক ডাকে চিনলেও দীর্ঘ সময় ধরে কঠোর পরিশ্রম করেছেন তিনি। অভিনয় আসার জার্নিটাও তাঁর বিশেষ সুখকর ছিল না তার। শুরুর দিকে মুদির দোকানে কাজ করে, আবার কখনো সিমেন্ট কোম্পানিতে কাজ করে কোনভাবে টিকে থেকেছেন তিনি এই ইন্ডাস্ট্রিতে। কেরিয়ারের শুরুর দিকে খুব ছোট ছোট রোলে কাজ করতে দেখা যায় অভিনেতাকে। একটা সময় বহু প্রযোজক পরিচালকরাও বারবার ফিরিয়ে দিয়েছিলেন তাকে।
তবে আস্তে আস্তে ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে। একটা সময় পরের পর তামিল সিনেমায় খলনায়কের ভূমিকায় তাক লাগিয়ে দিতে থাকেন উনি। একের পর এক অফার পেতে থাকেন বিজয় সেতুপতি ।
এবার কিং খানের বিপরীতে একেবারে অন্যরকম চরিত্রে অভিনয় করে সবাইকে অবাক করে দিয়েছেন বিজয় সেতুপতি। ভিলেন চরিত্রে 'শোলে'-র গব্বর সিং-এর ভূমিকায় অভিনয় করা আমজাদ খানের জনপ্রিয়তার এতগুলি দশক পরে বিজয় সেতুপতি ভিলেন চরিত্রে অভিনয় করে সকলের মন জিতে নিয়েছেন।
Opmerkingen