top of page

কুকুরকে লাথি মারায় জলপাইগুড়ি চা-বাগানের মালিকের আত্মীয়ের হাতে প্রহৃত শ্রমিক

বিশ্বকর্মা পুজোর রাতেই মর্মান্তিক ঘটনা। কুকুরকে লাথি মারায়, মালিকের পরিবারের সদস্যর হাতে প্রহৃত হয়ে মৃত্যু হলো চা কারখানার এক শ্রমিকের।



জলপাইগুড়ি রাহুত বাগান এলাকার ঘটনা। উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। অভিযুক্ত কারখানার মালিকের ভাইপো সিদ্ধার্থ গান্ধীকে গ্রেফতার করেছে পুলিশ। তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন কারখানার বাকি শ্রমিকরা।


রাহুত বাগান এলাকায় এই চা কারখানার শুরুর থেকেই কাজ করতেন স্থানীয় বাসিন্দা সুব্রত মণ্ডল। সোমবার বিশ্বকর্মা পুজোকে কেন্দ্র করে শ্রমিকদের জন্য খাওয়া-দাওয়ার ব্যবস্থা করে ছিলেন মালিক পক্ষ। সেখানে উপস্থিত হয়ে সুব্রত মন্ডল।


তিনি একটি কুকুরকে লাথি মারে বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। এরপর সেই সময় উত্তেজিত হয়ে মালিকের ভাইপো সিদ্ধার্থ গান্ধী সুব্রত মণ্ডলকে চড় মারেন। আকষ্মিক আঘাতে পড়ে যান বছর পঞ্চান্নর সুব্রত মণ্ডল।


জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষনা করেন। ঘটনার পরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি এবং মৃতের পরিবারকে উপযুক্ত আর্থিক ক্ষতিপুরনের দাবি জানিয়েছেন সহকর্মী এবং কারখানার বাকি শ্রমিকরা।

Comments


bottom of page