top of page
Writer's pictureJaita Chowdhury, WTN

স্বপ্ন মৃত্যুর রেশ! ক্যাম্পাসের কোথায় কোথায় সিসি ক্যামেরা?




যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রের রহস্যমৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রাজ্যজুড়ে শুরু হয় বিক্ষোভ। পরিস্থিতি জটিল হতেই অভিযুক্ত কয়েকজন পড়ুয়া এবং প্রাক্তনীকে গ্রেফতার করে পুলিশ। সেই সময় থেকেই বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি বসানোর দাবিতে সোচ্চার ছিল বিভিন্ন মহল।


অবশেষে, গত বৃহস্পতিবার মঞ্জুর হল সিসিটিভি বসানোর জন্য অর্থ। বরাদ্দ হল টাকা। এ প্রসঙ্গে, রাজ্যের তরফ থেকে যাদবপুরের রেজিস্ট্রারকে চিঠি মারফৎ জানানো হয়, ক্যাম্পাস ও হস্টেলে সিসিটিভি বসানোর জন্য মোট মোট ৩৭ লক্ষ ৩৮ হাজার ৪৮৪ টাকা দেবে রাজ্য সরকার।


ফলে কার্যত শুরু হয়ে গেল ক্যাম্পাসে সিসিটিভি বসানোর কাজ। কোথায় কোথায় ক্যামেরা বসবে? সূত্রের খবর, তিন নম্বর ও ৫ নম্বর গেট এ সিসিটিভির সংখ্যা আরো বাড়ানো হচ্ছে। এছাড়াও, বিশ্ববিদ্যালয়ের পাঁচটি গেট ও হোস্টেলের দুটি গেটে সিসিটিভি বসানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার থেকেই সিসিটিভি বসানোর কাজ শুরু হবে ক্যাম্পাসে। উল্লেখ্য, সিসিটিভি বসানোর ক্ষেত্রে বিক্ষোভ হতে পারে পড়ুয়াদের। তাই অন্তর্বর্তী উপাচার্য বিশ্বজিত সাউ দায়িত্বপ্রাপ্ত সংস্থা ওয়েবেলকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।

Comments


bottom of page