মন্ত্রিসভার দু'নম্বর ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। শিক্ষা দুর্নীতিতে গ্রেফতারির পর মন্ত্রিসভা থেকে শুধু নয়, দলীয় পদ থেকেও অব্যাহতি দেওয়া হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে। রেশন দুর্নীতিতে গ্রেফতার জ্যোতিপ্রিয় মল্লিককে কি সেই ভাবেই সরে যেতে হবে মন্ত্রিসভা আর দলীয় পদ থেকে? যদিও এই মুহূর্তে হাসপাতালে ভর্তি মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেলে তাঁকে যেতে হবে দশ দিনের ইডির হেফাজতে। জেরা এড়াতে পারবেন না হাসপাতালে থেকে বা অসুস্থতার অজুহাতে। রেশন বন্টন নিয়ে দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আদালতের নির্দেশ মত হাসপাতাল থেকে ছাড়া পেলেই ১০ দিনের জন্য ইডির হেফাজত! স্বাভাবিক কারণেই ৯ নভেম্বরের মন্ত্রিসভার বৈঠকে থাকতে পারছেন না জ্যোতিপ্রিয়। প্রশ্ন হল কি সিদ্ধান্ত নেবেন নেত্রী?
এই পরিস্থিতিতে মমতা তাকে মন্ত্রিসভায় রাখবেন কি রাখবেন না তা নিয়ে সকলের মনে কিন্তু প্রশ্ন চলছে। শাসক দলের অভ্যন্তরে যা খবর তা আপাতত জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে ' ধীরে চলো ' নীতিই নেবে তৃণমূল। কেন এই ধীরে চল নীতি বলে মনে হচ্ছে? কারণ পার্থর ক্ষেত্রে তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ কড়া প্রতিক্রিয়া জানিয়েছিলেন। এবার চুপ। বরং জ্যোতিপ্রিয়ের একাধিক বাড়িতে তল্লাশির দিনই দলনেত্রী বাড়ি থেকেই সাংবাদিক বৈঠক করে জানিয়েছিলেন তাঁর প্রতিক্রিয়া।
সরাসরি জানিয়েছিলেন না অসুস্থ জ্যোতিপ্রিয়র কিছু হয়ে গেলে ইডি এবং বিজেপির বিরুদ্ধে এফআইআর করা হবে। মুখ্যমন্ত্রী যে জ্যোতিপ্রিয়র পাশেই রয়েছেন এই তা স্পষ্ট হয়ে গেছিল তার সেই বার্তায়। পরদিনই পথে নামানো হয়েছিল বর্তমান খাদ্যমন্ত্রীকে। জেলা জুড়ে প্রতিবাদের বার্তা দেওয়ার রণকৌশল নেওয়া হয়েছিল। সেই কারণেই প্রশ্ন, তাহলে কি এখনই মন্ত্রিসভা থেকে ছেঁটে ফেলা হচ্ছে না জ্যোতিপ্রিয়কে। এবং এখনই সরানো হচ্ছে না, পশ্চিমবঙ্গ প্রয়োজনীয় পণ্য সরবরাহ কর্পোরেশন বা ডব্লিউবিইসিএসসি-র চেয়ারম্যানের পদ থেকেও। পাশাপাশি আপাতত থেকে যাবেন দলীয় পদেও? কারণ মন্ত্রী হিসেবে বেসরকারি হাসপাতালে ভর্তি থাকলে, যাবতীয় চিকিৎসা খরচের দায়িত্ব নিতে পারবে রাজ্য সরকার। সঙ্গে দিতে পারবে প্রয়োজনীয় নির্দেশও। আপাতত তৃণমূলের অভ্যন্তরে দুটি মতকেই পাশাপাশি রেখে আলোচনা চলছে, বেশির ভাগের দাবি জ্যোতিপ্রিয় নিয়ে তাড়াহুড়ো করার দরকার নেই। ইডি আর কি কি নথি সামনে আনতে পারে সেটাই দেখার। তাহলে কি ৯তারিখের মন্ত্রিসভার বৈঠকে সশরীরে না থেকেও থাকবেন বালু?
留言