top of page

যাদবপুরে নিরাপত্তা রক্ষায় এবার উন্নত প্রযুক্তি, মাঠে নামল ইসরো

Writer's picture: Jaita Chowdhury, WTNJaita Chowdhury, WTN


যাদবপুর বিশ্ববিদ্যালয় পরিদর্শনে এসেছিলেন ইসরোর প্রতিনিধি দল। ক্যাম্পাসের আশপাশ এবং হস্টেল ঘুরে নিরীক্ষণ দেখেন তাঁরা।


সূত্রের খবর, ক্যাম্পাস ঘুরে দেখে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বিশেষ বার্তা দিয়েছেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও হস্টেল চত্বরকে নিরাপদ করতে গবেষণা শুরু করেছে ইসরোর প্রতিনিধি দল।


প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলে বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রের মৃত্যুর পর থেকে সরগরম ছিল যাদবপুর। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা সংক্রান্ত বিষয়টির প্রতি ইসরোর দৃষ্টি আকর্ষণ করেছিলেন রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস।


এরপর র‍্যাগিং রুখতে ও বিশ্ববিদ্যালয় চত্বরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে মাঠে নামে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। এই সংস্থাই প্রস্তাব তোলে ভিডিয়ো অ্যানালেটিক্স, টার্গেট ফিক্সিং, রেডিয়ো ফ্রিকোয়েন্সির মতো অত্যাধুনিক প্রযুক্তিগুলির কথা। এই প্রযুক্তিগুলি শীঘ্রই ক্যাম্পাসে কার্যাকর হবে।


প্রযুক্তিগুলির বাস্তবায়নের প্রয়োজনীয় অর্থ চেয়ে রাজ্য সরকারের কাছে ইতিমধ্যেই আবেদন করা হয়েছে। রাজ্য টাকা না দিলে আবেদন করা হবে কেন্দ্রকে।


এই প্রসঙ্গে যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউ বলেন, “অর্থের জন্য রাজ্য সরকারের দ্বারস্থ হতে হবে। যদি রাজ্য সরকার না দেয় তাহলে কেন্দ্রের কাছে চাইতে হবে। কারণ বিশ্ববিদ্যালয়ের আলাদা কোনও থেকে টাকা রোজগার হয় কি না তা আমার জানা নেই। যেটুকু টাকা আসে তা পড়ুয়াদের অ্যাডমিসন ফিস। তা দিয়ে কিছুই হয় না।”

Comments


bottom of page