ইজরায়েল সেনা ওয়েস্ট ব্যাঙ্কের প্যালেস্তিনীয় বসতিতে হামলা চালাল। ভূমধ্যসাগর সৈকতের গাজার পরে এবার জেরুসালেম লাগোয়া ওয়েস্ট ব্যাংকেও । বাইডানের ইজরায়েল সফরের মধ্যেই ওয়েস্ট ব্যাংকে প্যালেস্তিনীয় সশস্ত্র সংগঠন গুলির বিরুদ্ধে অভিযান শুরু করে। অভিযান চালায় বেলজামিনের নেতানিয়াহুর বাহিনী। তেল আভিভের দাবি সংঘর্ষে তিনজন হামাস জঙ্গীর মৃত্যু হয়েছে।
ইরাসের আরাফাতের তৈরি সংগঠন 'ফাতা'-এর নেতৃত্বাধীন জোট প্যালেস্তাইন লিবারেশন অর্গানাইজেশন -এর নিয়ন্ত্রণে রয়েছে ওয়েস্ট ব্যাংক ভূখণ্ড। ওয়েস্ট ব্যাংক ভূখণ্ড প্রশাসন পরিচালনা করেন আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত স্বশাসিত প্যালেস্তাইন কর্তৃপক্ষ। এদিকে ইজরায়েল সেনা আন্তর্জাতিক জনমত উপেক্ষা করেই ওয়েস্ট ব্যাংকের একাংশ অনেক দিন ধরে দখল করে রেখেছে।
এদিকে প্যালেস্তাইন লিবারেশন অর্গানাইজেশন বাহিনীকে হাত দিয়ে ২০০৭ সালে গাজার দখল নেয় হামাস। তেল আভিভ উত্তরের লেবানন সীমান্তে অভিযান শুরু করেছে ওয়েস্ট ব্যাংকের পাশাপাশি। লেবাননের টিভি চ্যানেল আল মায়াদিনের অভিযোগ, ইজরায়েলি বোমার শিকার হয়েছে রাসা -আল- ফুখর ও কাপল শুবা নামের দুটি গ্রামের অসামরিক এলাকা। অক্টোবরের ৭ তারিখ ৫০০০ রকেটের হামলা চালানো হয় গোটা ইজরায়েল জুড়ে। কয়েকটি প্রতীকী হামলাও চালিয়েছে ইসরায়েলের ভূখণ্ডে। এরপরই লেবানন এবং হিজবুল্লাকে ইজরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়েছিলেন।
Comments