আজ থেকে শুরু বাঙালির উৎসবের আমেজ। সোমবার রাজ্য জুড়ে সকাল থেকেই বাঙালি মেতে বিশ্বকর্মা পুজো এবং গণেশ চতুর্থী নিয়ে। এদিন উৎসবের মাঝেই ইসলামপুরের ট্যাক্সি ইউনিয়নের উদ্যোগে দেখা গেল অভিনব উদ্যোগ।
ইসরোর বিজ্ঞানীদের সম্মান ও ভালোবাসা জানিয়ে ইসলামপুরের বৈজ্ঞানিক অনুজ নন্দীকে সম্মান জানিয়ে এই বছর ক্লাবের পক্ষ থেকে বিশ্বকর্মা পুজোর থিম করা হয়েছে চন্দ্রযান-৩'র আদলে। মণ্ডপের থিম তাক লাগিয়েছে গোটা ইসলামপুরবাসীর।
উল্লেখ্য, প্রতিবছরই নিত্য নতুন থিমের পুজো করে ইসলামপুরবাসীকে চমক দেয় বাস টার্মিনাস ট্যাক্সি ইউনিয়নের সদস্যরা। এবারও তার অন্যথা হয়নি।
ক্লাবের সদস্যরা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ইসলামপুরের ভূমিপুত্র বৈজ্ঞানিক অনুজ নন্দী চন্দ্রযান-৩-এর ক্যামেরা তৈরি করেছে। এতে গর্বিত ইসলামপুরবাসী সহ গোটা দেশবাসী।
ক্লাবের পক্ষ থেকে বৈজ্ঞানিক অনুজ নন্দীকে সম্মান জানিয়ে বিশ্বকর্মা পুজোর মণ্ডপ তৈরি করা হয়েছে। এই পুজো মণ্ডপ ইসলামপুরবাসীর নজর কাড়বে বলে আশাবাদী ক্লাবের সদস্যরা।
Commentaires