জলাবেরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ফের কৃষি সমবায় সমিতিতে টাকা তছরুপের অভিযোগ। এই নিয়ে বুধবার কুলতলির বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখান গ্রাহকরা। অভিযোগ, প্রায় ৩ কোটি টাকা তছরুপ হয়েছে। বিগত তিন বছর ধরে কোন টাকা পাচ্ছেন না।
বুধবার কয়েক হাজার গ্রাহক তারা অবস্থান বিক্ষোভ করে বিডিও-র কাছে ডেপুটেশন দেন। আমানতকারিদের অভিযোগ প্রশাসনিক দফতরের কাছে অভিযোগ জানিয়েও সুরহা মেলেনি।
উল্লেখ্য, কুলতলি বিধানসভা এলাকার কয়েক হাজার গ্রাহক সমবায় সমিতিতে টাকা রেখে ছিলেন ।
এলাকাবাসীর অভিযোগ, হঠাৎ করে বছর তিন আগে থেকে তারা আর টাকা তুলতে পারছেন না । কুলতলীর বিডিও ইতিমধ্যেই নতুন করে কমিটি গঠন করে গ্রাহকদের টাকা ফেরৎ ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দিয়েছেন। তদন্তের গতি আনতে আগের সমবায়ের ম্যানাজারদেরও ডাকা হয়েছে।
Комментарии