top of page

কসবার স্কুলে মৃত ছাত্রের তদন্তের ভার লালবাজার গোয়েন্দা বিভাগের হোমিসাইডকে দেওয়া হল

Writer: Ruchika Mukherjee, WTNRuchika Mukherjee, WTN

কসবায় ছাত্রের মৃত্যুর ঘটনায় মৃতের বাবা স্কুলের অধ্যক্ষ সহ দুজন শিক্ষিকার বিরুদ্ধে থানায় খুনের মামলা রুজু করেছিলেন। তার অভিযোগের ভিত্তিতে সেই তিনজনের বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ।


ছাত্রের রহস্য মৃত্যুর ঘটনার তদন্তে কলকাতা হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত চলতি সপ্তাহতেই নির্দেশ দিয়েছিলেন কলকাতার নগরপালকে নজরদারি চালানোর জন্য। সেই নির্দেশের ৩ দিনের মধ্যে ওই ঘটনার তদন্তভার পুলিশের হাত থেকে তুলে দেওয়া হয়।


সেই তদন্তের ভার এবার দেওয়া হল লালবাজারের গোয়েন্দা বিভাগের হেমিসাইডের হাতে। এরপর গত বৃহস্পতিবার গোয়েন্দা বিভাগের তদন্তকারী অফিসার কসবা থানায় গিয়ে মামলার অভিযোগ ডায়েরি সংগ্রহ করেন।


একই সঙ্গে এন আর এস মেডিক্যাল কলেজ হাসপাতালে ওই ছাত্রের যে ময়না তদন্ত হয় তার রিপোর্টও পাঠানো হয় পিজি র চিকিৎসকদের নিয়ে তৈরি মেডিক্যাল বোর্ডের কাছে।


আগামী ৬ অক্টোবর সেই রিপোর্ট মেডিক্যাল বোর্ড আদালতে দেবে।

Comments


bottom of page