top of page

নদীর থেকে মাছের বদলে উঠলো মদের বোতল


মাছের জালে, মাছের বদলে মদের বোতল উঠে আসে। আর সেই বোতলের মদ খেয়ে অসুস্থ হয়ে পড়েছে নন্দীগ্রামের পাঁচ মৎস্যজীবি।


অসুস্থ পাঁচজনকেই নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।


জানা গেছে, নন্দীগ্রাম এক নম্বর ব্লকের সোনাচূড়া গ্রাম পঞ্চায়েত এলাকার পাশ দিয়ে বয়ে গিয়েছে হলদি নদী। সেই নদীতেই মাছ ধরতে গিয়ে একজনের জালে উঠে আসে মদের বোতল। বোতলের সেই মদ পাঁচজন বন্ধু মিলে খায়।


আর তা পান করেই খেয়েই অসুস্থ হয়ে পড়েছে সকলেই। তাদেরকে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোটা ঘটনায় নন্দীগ্রাম জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে পড়েছে।


এই ঘটনার জন্য তৃণমূল-বিজেপি চাপানউতোর শুরু হয়েছে।

Comentarios


bottom of page