top of page
Writer's pictureRuchika Mukherjee, WTN

বাঁকুড়ায় পথ দুর্ঘটনায় আহত ব্যাক্তিকে হাসপাতালে নিজের গাড়িতে পৌঁছে দিলেন স্থানীয় তৃণমূল ব্লক সভাপতি


বাঁকুড়ায় রবিবার রাতে মোহিনী পাল নামে জয়পুর ব্লকের গেলিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের এক নেতা বিশ্বকর্মা পুজোর জন্য বাজার করে নিজের বাড়ি ফিরছিলেন সাইকেলে করে। সেই সময়ে জয়পুর ব্লকের বারাসাত মোড় সংলগ্ন এলাকায় পিছন দিক থেকে একটি লরি এসে তাকে ধাক্কা মেরে পালিয়ে যায়।


সাইকেল নিয়ে ওই ব্যাক্তি জ্ঞান হারিয়ে পড়ে যান রাস্তার পাশের এক জমিতে। অনেকক্ষণ এই অবস্থায় পড়ে থাকেন উনি। বেশ কিছুটা পরে কয়েকজন স্থানীয় বাসিন্দা ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়ার ওনাকে আহত, অচেতন অবস্থায় দেখেন। আহত ব্যক্তিকে তাঁরা নিয়ে যান জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে।


এরপর খবর দেওয়া হয় জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌশিক বটব্যালকে। হাসপাতালে পৌঁছান ব্লক সভাপতি। ইতোমধ্যে সেই আহত ব্যাক্তির অবস্থার অবনতি হতে থাকে। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার ওনাকে রেফার করেন বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে।


সময় নষ্ট না করে ব্লক সভাপতি কৌশিক বটব্যাল নিজের গাড়ি করেই সেই ব্যাক্তিকে নিয়ে আসে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ।


বর্তমানে সেখানেই তিনি আশঙ্কাজনক অবস্থায় ভর্তি আছেন। তবে ঘাতক লরিটিকে এখনও চিহ্নিত করা সম্ভব হয়নি। সমগ্র বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে জয়পুর থানা পুলিশ।

Comments


bottom of page