পুরসভার স্বাস্থ্য কেন্দ্রের সামনেই জঞ্জাল, মশার আঁতুড় ঘরে শহরে বাড়ছে ডেঙ্গি
- WTN বাংলা নিউজডেস্ক
- Sep 20, 2023
- 1 min read
কলকাতা পুরসভার স্বাস্থ্যকেন্দ্রগুলিতেডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। প্রতিদিন যে রোগী আসছেন তারা বেশিরভাগ জ্বরে আক্রান্ত। চিকিৎসককে দেখিয়ে রক্ত পরীক্ষা করছেন পুরসভার স্বাস্থ্যকেন্দ্রে।

কলকাতা পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের স্বাস্থ্য কেন্দ্র। প্রতিদিন গড়ে ৩০ থেকে ৪০ জন রোগী হত। এখন ১০০ ছাড়িয়ে যাচ্ছে। এর মধ্যে বেশিরভাগই জ্বরে আক্রান্ত। তাদের রক্ত পরীক্ষা করানো হচ্ছে এই স্বাস্থ্য কেন্দ্রে। চিকিৎসকেরাও বলছেন শিশু থেকে বয়স্ক বেশিরভাগই জ্বর আক্রান্ত হয়ে আসছেন।
কলকাতা পুরসভার এই ১৪ নম্বর ওয়ার্ডের স্বাস্থ্য কেন্দ্রের সামনেই মশার আঁতুড়ঘর। উল্টোডাঙ্গার মুচিবাজার এলাকা। সেখানে স্বাস্থ্য কেন্দ্রের সামনে জঞ্জাল। প্লাস্টিকের গ্লাস ও কাপ পড়ে রয়েছে । স্বাস্থ্যকেন্দ্রে ঢোকার দুপাশেই রীতিমতো জঙ্গল আর তাতেই মশার আঁতুড় ঘর তৈরি হচ্ছে।
Comments