বিশাখাপত্তনম থেকে রায়গরা যাচ্ছিল প্যাসেঞ্জার ট্রেনটি। ওভারহেডের তার ছিঁড়ে যাওয়ায় প্যাসেঞ্জার ট্রেনটি দাঁড়িয়ে পড়ে। সেই দাঁড়িয়ে থাকা ট্রেনটিতে এসে ধাক্কা মারে পালাশা এক্সপ্রেস। দ্রুত গতিতে ছুটে আসা এক্সপ্রেসের ধাক্কার ফলে প্যাসেঞ্জার ট্রেনটির তিনটি বগি লাইনচ্যুত হয়। ওড়িষ্যার বালেশ্বরের পর এবার অন্ধ্রপ্রদেশে। একই রকম সিগন্যাল বিভ্রাটে দুর্ঘটনা। রবিবার রাতে বিজয়নগরম জেলায় প্যাসেঞ্জার ট্রেনের সঙ্গে এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষের প্রাথমিক কারণ এটাই।
এখনো পর্যন্ত মারা গিয়েছেন ১৩ জন। এখনও পর্যন্ত আহত ৫০ জন। তবে মৃত আহতদের সংখ্যা আরও বাড়বে বলেই আশঙ্কা। চলছে উদ্ধার কাজ। রেল কর্মীদের থেকে জানা গিয়েছে সিগন্যালিং-এর ভুলেই এই বিপত্তি। প্রধানমন্ত্রীর দফতরের তরফে জানা হয়েছে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এর সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মৃতদের পরিবারদের সমবেদনা জানিয়েছেন তিনি। ঘটনায় রেলকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন করেছেন, "কবে ঘুম থেকে জাগবে রেল? "
এদিকে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণের ঘোষণা করেছেন রেল। রেলমন্ত্রী অশ্বিনী পরিষদ টুইট করে জানিয়েছেন দুর্ঘটনায় যারা মারা গিয়েছেন তাদের ১০ লক্ষ গুরুতর আহতদের ২ লক্ষ এবং সামান্য যারা আহত হয়েছেন তাদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।
এর কয়েক মাস আগেই বালেশ্বরের দুটি ট্রেন একটি মাল গাড়ির সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছিলেন ২৮০ জন। আবারও দুর্ঘটনা। এবার অন্ধ্রপ্রদেশে। রেলের কর্মীরা উদ্ধার কাজে নেমেছেন। উদ্ধার কাজে হাত দিয়েছেন স্থানীয়রাও। রেলের জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, দুটি ট্রেনের সংঘর্ষ হয়েছে প্যাসেঞ্জার ট্রেনের কামরা লাইনচ্যুত হয়েছে। তাতে বহু যাত্রী ছিল। লাইনচ্যূত তিন কামরায় বহু যাত্রীই আহত। উদ্ধার কাজ শেষ না হলে, নির্দিষ্ট ভাবে সেই সংখ্যা জানা যাবে না। তবে দ্রুততর গতিতে উদ্ধার কাজ চলছে।
ความคิดเห็น