এশিয়ান গেমসে ভারতের পারদর্শিতা এক অন্য উচ্চতায় রয়েছে আগের বছরের তুলনায়। এবার পদক জয়ের তালিকায় নাম ওঠালো ভারতের মহিলারা। মহিলাদের দলগত ১০ মিটার এয়ার রাইফেলে রুপো জিতেছে ভারত।
দলে ছিলেন বাংলার মেহুলি ঘোষ। এছাড়াও ছিল রুমিতা জিন্দল এবং আশি চৌকসে। তবে অল্পের জন্য পদক হাতছাড়া হয়েছে মেহুলির।
১০ মিটার এয়ার রাইফেল সিঙ্গলসে ব্রোঞ্জ জিতেছে রমিতা।
পুরুষদের ডবল ওয়েট স্কালসে রুপো জিতেছেন ভারতের অর্জুন জাট লাল এবং অরবিন্দ সিং জুটি। পুরুষদের পেয়ার রোয়িং-এর দ্বিতীয় পদক জিতেছেন বাবু লাল যাদব এবং লেখা রাম। পুরুষদের আটজনের রোয়িং ইভেন্টেও রূপ জিতেছে ভারত।
এছাড়াও এশিয়ান গেমসে পদক জয় নিশ্চিত করেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। সেমিফাইনালে বাংলাদেশকে ৫১ রানে অলআউট করে ভারতকে ফাইনালে নিয়ে গেছেন স্মৃতি মান্ধানারা। বাংলার তিতাস সাধু ও এদিন উইকেট পান। ভয় ফাইনালে ভারতের প্রতিপক্ষ পাকিস্তান অথবা শ্রীলঙ্কা।
অপরদিকে এশিয়ান গেমসে হকিতে প্রথম ম্যাচেই বিরাট জয় পেয়েছে ভারত। রবিবার গ্রুপে প্রথম ম্যাচেই উজবেকিস্তানকে ঝড়ের গতিতে হারিয়ে দিয়েছে হরমনপ্রীত সিং-এরা - জিতেছে ১৬ - ০'র ব্যবধানে।
এশিয়ান গেমসে সোনা জিতলেই প্যারিস অলিম্পিক প্রতিযোগিতাতে অবতীর্ণ হওয়ার জন্যে প্রয়োজনীয় টিকিট পাকা হয়ে যাবে ভারতের।
Comments