top of page

ভারত ভেঙেছে বিশ্ব রেকর্ড, শুধু মেয়েরাই নয় ছেলেরাও এনেছে সোনা ভারতে


এশিয়ান গেমসের ষষ্ঠ দিনও সকাল সকাল সোনার স্বাদ পেল ভারত। পিস্তল রাইফেলে রুপোর পর এ বার সোনা জিতেছে ভারত। শুক্রবার শ্যুটিং থেকে ১৫তম পদক এনে দিলেন প্রতাপ, কুশলেরা। তাঁরা তিন জনে মিলে ১৭৬৯ পয়েন্ট স্কোর করেন ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে।


এর আগে ১৭৬১ পয়েন্ট ছিল বিশ্ব রেকর্ড। দ্বিতীয় স্থানে শেষ করে চীন। তারা পায় ১৭৬৩ পয়েন্ট। সেটাও শেষ বিশ্ব রেকর্ডের থেকে বেশি ছিল। যদিও ভারত আরও বেশি পয়েন্ট পাওয়ায় লাভ হয়নি চীনের। রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের। এই ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছে দক্ষিণ কোরিয়া। তারা পেয়েছে ১৭৪৮ পয়েন্ট।


শ্যুটিংয়ে একের পর এক পদক জিতছে ভারত। শুক্রবার সকাল থেকেই পদকের জয় শুরু হয়েছে। ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে সোনা জিতেছে ভারত।


এশিয়ান গেমসে শ্যুটিং থেকে ভারতের সব থেকে বেশি পদক জয়ের রেকর্ডও ভেঙে দিলেন প্রতাপেরা। দোহাতে ভারতের শ্যুটাররা ১৪টি পদক জিতেছিলেন। সেই রেকর্ড ভেঙে গেল শুক্রবার।


বৃহস্পতিবারও শ্যুটিং থেকে সোনা জিতেছিল ভারত। পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তলে সোনা এনে দিয়েছিলেন রবজ্যোৎ সিংহ, শিবা নারওয়াল ও অর্জুন সিংহ চিমা। ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে সোনা জিতেছিলেন তাঁরা।


শুধু শ্যুটাররাই নয়, শুক্রবার টেনিসে ছেলেদের ডবলসে রুপো পেয়েছে ভারত। ফাইনালে চীনের কাছে হেরে যান রামকুমার রমানাথন এবং সাকেথ মাইনেনি। ৪-৬, ৪-৬ গেমে হেরে যান তাঁরা।

Comentários


bottom of page