এশিয়ান গেমসে ভারতের জয় পতাকা উড়েই চলেছে। রবিবারও তারা অন্যথা হলো না। প্রথম ভারতীয় মহিলা হিসেবে গল্ফ-এ রুপো জিতল অদিতি।
অন্যদিকে, পুরুষ ট্র্যাপ যৌথ প্রতিযোগিতায় সোনা জিতল ভারত। পৃথ্বীরাজ তন্ডাইমন, কিনান চেনাই এবং জোড়াভর সিং সান্ধু এই সোনা জয়ের শরিক।
ট্র্যাপ চ্যাম্পিয়ন রঞ্জন সোধি সোশ্যাল মিডিয়ায় এই সোনা জয়ের জন্য তাদের শুভেচ্ছা জানিয়েছেন।
পরবর্তী পুরুষ ট্র্যাপ একক প্রতিযোগিতা শুরু হবে দুপুর ১:৩০ টায়।
Comments