মনিপুরে ভারতীয় সেনার জওয়ান সের্ত থাংথাং কম-কে শনিবার তার বাড়ি থেকে মাথায় বন্দুক ঠেকিয়ে অপহরণ করা হয়। এরপর রবিবার সকালে তাকে মাথায় গুলি মেরে হত্যা করে আততায়ীরা।
মণিপুরে হিংসার আগুন কিছুতেই নিভছে না। সেই হিংসা এবার কেড়ে নিলো আরেক জওয়ানের প্রাণ।
সের্ত থাংথাং কম চার দিনের ছুটিতে তার ১০ বছরের ছেলের সাথে হ্যাপি ভ্যালি পাড়ায় তাঁদের বাড়ির বাইরে ছিলেন। সেই সময়ে তিনজন সশস্ত্র আততায়ী তাঁর কপালে বন্দুক ঠেকিয়ে একটি সাদা রঙের গাড়িতে তাঁকে অপহরণ করে।
শনিবার বিকেলে স্থানীয় একটি টিভি চ্যানেলের মাধ্যমে সৈনিকের পরিবার ও কম ইউনিয়ন তার মুক্তির জন্য আবেদন জানান। কিন্তু সেই আবেদনে সারা দেয়নি আততায়ীরা।
কোম ইউনিয়নের সভাপতি সার্ত চুংজাহাও কম বলেছেন, এই হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত তা নিয়ে সম্পূর্ণ অন্ধকার। আমরা এই সংঘর্ষে একটি নিরপেক্ষ সম্প্রদায়।"
তিনি আরো জানান যে মৃত সৈনিকের পরিবার এখনও মৃতদেহ দাবি করেননি। তিনি বলেন, "আমরা পরবর্তী সময়ে কী করব তা নিয়ে আলোচনা করার জন্য কর্তৃপক্ষ, রাজ্যপাল বা মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকের জন্য অপেক্ষা করছি। তার পরই আমরা মৃতদেহ দখলে নেব।"
বক্সিং চ্যাম্পিয়ন এমসি মেরি কম এই উপজাতিরই এক মহিলা। দুই সপ্তাহ আগে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠির মাধ্যমে অনুরোধ করেন, "মণিপুরের কম গ্রামে যুযুধান গোষ্ঠীদের মধ্যে কেউ যেন অনুপ্রবেশ না করতে পারে, নিরাপত্তা বাহিনী যেন এইটুকু নিশ্চিত করে।"
মেরি কমদের মতো দেশের যশোবতীদেরও আবেদন বিফলে যাবে?
Comments