রবিবার বিকেল পর্যন্ত এশিয়ান গেমসে ভারতের পরিসংখ্যান ছিল ৩ টি রুপো এবং ২টি ব্রোঞ্জ।এই মুহূর্তে আরো একধাপ এগিয়ে গেল ভারত।
ভারত এবং মায়ানমারের ফুটবল ম্যাচে ১-১ ড্র করায় ভারত কোয়ালিফাই করল রাউন্ড ১৬ এ । ভারতের হয়ে গোল করেছেন ক্যাপ্টেন সুনীল ছেত্রী এবং মায়ানমারের হয়ে গোল করেছেন এয়ান কিউ হিটউই।
খেলা শুরু ২৩ মিনিটেই রহিম আলী কে বক্সের ভেতর ট্যাকেল করে লিন । পায় হলুদ কার্ড। রেফারি পেনাল্টি সিদ্ধান্ত দিলে বল নিয়ে এগিয়ে আসেন ক্যাপ্টেন সুনীল ছেত্রী। আগুনের গোলার মত বল চলে যায় বক্সে, এবং গোল। হাফ টাইম এর আগেই এক গোলে এগিয়ে যায় ইন্ডিয়া।
সেকেন্ড হাফের শুরুতেই গুরকিরাত-এর জায়গায় নামানো হয় রাহুল কেপি কে।৭৪ মিনিটের মাথায় গোল শোধ করে এয়ান কিউ। ম্যাচের ফলাফল ১- ১পরবর্তী রাউন্ডে ইন্ডিয়ার মুখোমুখি সৌদি আরব। দীর্ঘ ১৩ বছর পর মুখোমুখি ভারত ও সৌদি আরব।
তবে এত আনন্দের মধ্যেও প্রশ্ন সেই থেকেই যাচ্ছে, সুনীল ছেত্রী ছাড়া ইন্ডিয়ান ফুটবলে গোল স্কোরার কি আর কেউ নেই!?এত সুযোগ পাওয়ার পরেও কেন আর একটিও গোল হল না ? ভবিষ্যতে কি অপেক্ষা করছে? ভাবতে হবে ইন্ডিয়ান ম্যানেজমেন্ট কে। বাড়াতে হবে পজিটিভ স্ট্রাইকার।
Comments