top of page
Writer's pictureJaita Chowdhury, WTN

সুপার ফোর-এ শেষ হাসি হাসবে কে? ভারত না পাকিস্তান?




আরো একটি জমজমাট রবিবার। ক্রিকেটপ্রেমীদের জন্য এখন শুধু সময়ের অপেক্ষা। আজকেই ফের একবার এশিয়া কাপে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। গত রবিবার যখন দুই দল মুখোমুখি হয়েছিল তখন নিজেদের জয় ছিনিয়ে নিয়েছিল পাকিস্তান।

এশিয়া কাপে ভারতের প্রথম ম্যাচে হার হয়েছিল ইন্ডিয়ার। তবে এবার পরিস্থিতি আলাদা। এদিনের ম্যাচে দুজনেরই লক্ষ্য ফাইনালে নিজেদের জায়গা পাকা করা।


একদিকে বাবরের দল যেমন চাইবে আগের সপ্তাহের জয় বজায় রাখতে ঠিক তেমনি রোহিত শর্মারাও চাইবেন আগের সপ্তাহের ফলের যাতে পুনরাবৃত্তি না হয়। সব মিলিয়ে টানটান উত্তেজনায় ভরপুর আজকের ভারত পাকিস্তান এশিয়া কাপের খেলা।


পাকিস্তানের দুর্বল জায়গা তাদের স্পিন বোলিং। পেসারদের সামনে আক্রমণাত্মক ক্রিকেট খেলতে হবে ভারতীয় ব্যাটারদের। এটা বুঝে যদি রোহিতের টিম খেলতে পারে তাহলে সে ক্ষেত্রে তারা বাড়তি অক্সিজেন পাবে।


অন্যদিকে আগের ম্যাচে ভাল বোলিং করায় ভারতের বিরুদ্ধে আক্রমণাত্মক মানসিকতা নিয়ে নামবে পাকিস্তান। বাঁ হাতি পেসারদের সামনে নড়বড়ে দেখিয়েছে রোহিত, বিরাটদের।


এশিয়া কাপের আজকের খেলায় যদি বাঁ হাতি পেসারের সমস্যা কাটিয়ে উঠতে পারে বিরাটদের দল তাহলে জেতার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। আগের রবিবারই দেখা গিয়েছে মহম্মদ আমির থেকে পাকিস্তানের বাঁ হাতি বোলিংয়ের ব্যাটন এখন শাহিন শাহ আফ্রিদির হাতে। তিনি নতুন বলে কতটা ভয়ঙ্কর হতে পারেন তা আগের ভারত-পাক ম্যাচেই দেখিয়েছেন। চার উইকেট নিয়েছেন।


এশিয়া কাপের পরেই এক দিনের বিশ্বকাপ। সেখানেও কিন্তু ভারত-পাকিস্তান ম্যাচ রয়েছে। সেই ম্যাচের আগে জিতে নিজেদের আত্মবিশ্বাস বাড়িয়ে রাখতে চাইবে দু’দল। তাই পেসারদের সামনে আক্রমণাত্মক ক্রিকেট খেলতে হবে ভারতীয় ব্যাটারদের।


ভারতের কাছেও মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, যশপ্রীত বুমরার মতো পেসার রয়েছেন। স্পিনার হিসাবে রবীন্দ্র জাডেজা ও কুলদীপ যাদব রয়েছেন। তাই গোটা দলকেই আজ ফাটিয়ে খেলতে হবে নিজেদের জায়গা ধরে রাখার জন্য।

Comments


bottom of page