top of page
Writer's pictureJaita Chowdhury, WTN

বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল ভারত-পাকিস্তান ম্যাচ, আজ খেলা কখন, কত ওভারে?



রবিবার কলম্বোতে ম্যাচের আগে শুরু হয়েছিল বৃষ্টি। যার জেরে ভেস্তে যায় ভারত-পাকিস্তান ম্যাচ। রবিবার বৃষ্টি হতে পারে এই আশঙ্কা করেই সোমবার ম্যাচের জন্য দিন রিজার্ভ রাখা হয়েছে। এদিন আবারও 'খেলা হবে'।


সোমবার খেলা হবে ৫০ ওভারেই । অর্থাৎ, ভারত ব্যাটিং শুরু করবে ২৪.১ ওভার থেকে। অন্যান্য ম্যাচের মতই সোমবার ম্যাচটি শুরু হবে দুপুর ৩টে নাগাদ। উল্লেখ্য, রবিবার ভারতের ইনিংস শুরু হওয়ার সময় কলম্বোতে ছিল রোদ ঝলমলে দিন।


যখন ভারতের রান ২৪.১ ওভারে ২ উইকেটে ১৪৭, তখনই ঝেঁপে আসে বৃষ্টি। ফলত, কভারে ঢেকে দিতে হয় গোটা মাঠ। বেশ কিছুক্ষণ মুষলধারে বৃষ্টি হলে কভারের উপরে জল জমে যায়। সেই জল সরাতে রীতিমত হিমশিম খান মাঠকর্মীরা।


বৃষ্টি থামার পর মাঠের দুটি জায়গার অবস্থা হয় সঙ্গিন। একমনকি ঘাসের রং বদলে যায় মাঠে। জল দাঁড়িয়ে যায় বেশ খানিকটা। সঙ্গিন জায়গাগুলিকে খতিয়ে দেখতে হয় মাঠ কর্মীদের। আম্পায়ারেরাও বার বার ঘুরে দেখেন মাঠটি। অবশেষে ম্যাচের সময় ধার্য হয় রাত ৯টায়।


রাত ৯টায় ম্যাচ শুরু হলে আবারও ঝেঁপে আসে বৃষ্টি। আবারও ঢাকতে হয় মাঠ। আম্পায়ারেরা বুঝতে পারেন আরও সময় নষ্ট হবে। তাই ম্যাচ ভেস্তে দেওয়ার সিদ্ধান্ত নেন আম্পায়ারেরা।


Comments


bottom of page