top of page

এশিয়ান গেমসের প্রথম দিনেই পাঁচ মেডেলের জয়জয়কার ভারতের


তিনটি রুপো এবং দুটো ব্রোঞ্জ দিয়ে এশিয়ান গেমসের প্রথম দিনের যাত্রা শুরু হলো ভারতের।


রুপো জিতেছে মহিলাদের 10 মিটার এয়ার রিফিল শুটিং, পুরুষদের আট জনের রউইং এবং লাইট ওয়েট ডাবল স্কালস-এ।


ব্রোঞ্জ জিতেছে পুরুষদের দুজনের রউইং এবং মহিলাদের 10 মিটার এয়ার রিফিলে জিতেছে রমিতা জিন্দাল।


অপরদিকে টেনিসে পুরুষদের সিঙ্গেলসে প্রি-কোয়ার্টারফাইনালে উত্তীর্ণ হতে সক্ষম হয়েছেন সুমিত নাগাল।


এছাড়াও, হকিতে উজবেকিস্তানের বিরুদ্ধে ১৬-০ গোলের ব্যবধান তো রয়েছেই।


অপরদিকে, মহিলা ক্রিকেট টিমের দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তান কে ৬ উইকেটে হারিয়েদিয়ে আগামী ২৫ শে সেপ্টেম্বর সকাল ১১:৩০ টায় ভারতের বিরুদ্ধে ফাইনাল খেলবে শ্রীলঙ্কা।

Yorumlar


bottom of page