রবিবার সুপার ফোরে আবার মুখোমুখি হতে চলেছে ইন্ডিয়া পাকিস্তান।গ্রুপ স্টেজের পর অনেকেই কাম ব্যাক করতে চলেছে মাঠে। গতদিনের ম্যাচে উপস্থিত ছিলেন না অনেকেই।
গত শনিবার এশিয়া কাপে প্রথম মাঠে নেমেছিল ভারত পাকিস্তানের বিপক্ষে। ইন্ডিয়ার টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। এবং ৪৮.৫ ওভারে ২৬৬ রানে গিয়ে থামে । কলম্বোতে তুমুল বৃষ্টির কারণে ম্যাচ শেষ করতে পারেনি । তাই দর্শকদের মধ্যেও থেকে যায় অতৃপ্ত বাসনা।
আগামী ১০ই সেপ্টেম্বর সুপার ফোর এ ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ দেখার জন্য উৎসুক সকলেই। কারণ ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের জনপ্রিয়তাকে আজও কেউ ছেয়ে যেতে পারেনি। তাই এইবার যেন বৃষ্টিতে খেলা ভঙ্গ না হয় তাই মাঠ রিজার্ভের ব্যবস্থা করা হয়েছে।
এদিন রোহিত শর্মা ও বিরাট কোহলি প্রায় ছয় মাস পরে একটি ফুলফ্লেজ ওয়ানডে ম্যাচে মাঠে নেমেছিলেন। আর 'গ্রুপ স্টেজে' সবথেকে ভালো ফর্মে ছিলেন ঈশান কিষান আর হার্দিক পান্ডিয়া। ৫ এবং ৬ নম্বরে ঈসান ও হার্দিক মাঠে নেমেছিল কিন্তু দর্শক তাদের মধ্যে একটা লম্বা সময়ের পার্টনারশি দেখে, যাতে তারা ১৩৮ রান করেছিল। ঐদিন ৫ নম্বর ব্যাটসম্যান হয়ে মাঠে নামা ঈসানের কাছে একটা চ্যালেঞ্জ ছিল।
দীর্ঘ ছয় মাস ব্রেকের পর কিপার ব্যাটসম্যান কে এল রাহুল আবার প্যাভিলিয়ন বেয়ে মাঠে নামছে।কিন্তু গতদিনের ঈশানের পারফরমেন্সের পর পাঁচ নম্বরে কে ব্যাটিং করবে এই প্রশ্ন থেকেই যায়।
আবার কন্যা সন্তানের জন্মের পর খেলার মাঠে ফিরছেন জাসপ্রিত বুমরাহ। তাই এই দুই খেলোয়াড়ের কাম ব্যাক দলকে অনেক শক্তি যোগাচ্ছে বলে মনে করছেন ক্রিকেটপ্রেমীরা।
বাংলাদেশের সাথে পাকিস্তানের সুপার ফোর ম্যাচে পাকিস্তান জয়ী হলেও, আসছে দিনের জন্য ভারতের জয়ের দিকে তাকিয়ে আছে দর্শক।
Comments