এশিয়ান গেমসের প্রথম দিনে তিনটি রূপ এবং পাঁচটি ব্রোঞ্জের পর সোমবার, দ্বিতীয় দিনে প্রথম সোনা পেল ভারত।
পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল যৌথ প্রতিযোগিতায় ১৮৯৩.৭ পয়েন্ট স্কোর করে রেকর্ড গড়লো দিব্যাংশ পানওয়ার, ঐশ্বর্য প্রতাম তোমর এবং রুদ্রাংশ পাটিল।
পুরুষদের ১০ মিটার একক এয়ার রাইফেলে ব্রোঞ্জ জিতেছে ভারতের ঐশ্বর্য প্রতাম তোমর।
চীনের ১৮৯৩.৩ পয়েন্ট এর রেকর্ডকে পিছনে ফেলে নতুন রেকর্ড গড়লো ভারত।
১৮৯০.১ পয়েন্ট স্কোর করে রুপো পেয়েছে কোরিয়া এবং ১৮৮৮.২ স্কোর করে ব্রোঞ্জ পেয়েছে চীন।
コメント