ভারতের ১৪ তম পদক জয় শুটিং থেকে। ভারতের মেয়েরা এশিয়ান গেমসে শুক্রবার সকালে প্রথম পদক এনে দিলেন। এবার মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল বিভাগে সোনা জিতলেন ১৭ বছর বয়সী পালক। ওই একই বিভাগে রুপো জিতলেন ভারতের এষা সিং। অর্থাৎ মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলে প্রথম এবং দ্বিতীয় দুই স্থানই গেল ভারতের দখলে।
ষষ্ঠতম দিনে ভারতের প্রথম পদকটিও আসে এই পালক এবং এষা সিংহের হাত ধরেই।
১০ মিটার এয়ার পিস্তলে মেয়েদের দল জিতে রুপোর পদক। সেই দলে এষা সিং এবং পালকের পাশাপাশি ছিলেন দিব্যা। পালকেরা শুক্রবার ১০ মিটার পিস্তলে ১৭৩১ পয়েন্ট পান। তাদের হারতে হয় চিনের শুটারদের কাছে। ১৭৩৬ পয়েন্ট পায় তারা। ফাইনালে চিনের কাছে মাত্র ৫ পয়েন্টের ব্যবধানে হেরেছে ভারতের দল।
শুক্রবার পালকেরা পদক জেতার কিছুক্ষণের মধ্যেই ভারতকে সোনা এনে দেন, ঐশ্বর্য প্রতাপ সিংহ তোমর, কুশল স্বপ্নিল অখিল শিয়োরান।
বিশ্ব রেকর্ড করে ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে সোনা ভারতের। এবারের এশিয়ান গেমসের শুটিং থেকে ১৫ তম পদক জিতল ভারত।
বৃহস্পতিবারও শুটিং থেকে সোনা জিতে ছিল ভারত। পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তলে সোনা এনে দিয়েছিলেন রবজ্যোত সিংহ,শিবা নারওয়াল ও অর্জুন সিংহ চিমা। ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে সোনা জিতে ছিলেন তারা।
Comments