top of page

এশিয়ান গেমসে সোনা জিতল ভারতীয় মহিলা ক্রিকেট দল, বাংলার মেয়ে তিতাস সাধুর ঝুলিতে তিন উইকেট


এশিয়ান গেমসের মহিলাদের ক্রিকেটে সেমিফাইনালে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে উঠেছিল ভারত। সোমবার ফাইনাল ম্যাচে ১৯ রানে শ্রীলঙ্কাকে হারিয়ে বিজয়ীর মুকুট পরলো ভারতের মেয়েরা। এশিয়ান কাপে এই নিয়ে ভারত সংগ্রহ করলো দুটি সোনার পদক ।


ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কউর টসে জিতে ব্যাটের সিদ্ধান্ত নেন।

ম্যাচের প্রথমেই উইকেট হারান শেফালী বর্মা।


ম্যাচের গতি বজায় রেখেছিলেন স্মৃতি মন্ধানা এবং জেমিমাহ রডরিগেস। এরা গড়ে তোলেন ৭৩ দুরন্ত রানের জুটি। তবে দুঃখের বিষয় হাফ সেঞ্চুরির চার রান আগেই ৪৬ এ আউট হয়ে যান মন্ধনা।


ঠিক পরেই রান তোলার তাগিদে বড় শট খেলতে গিয়ে ৪২ এই আউট হয়ে যান জেমিমাহ।


অবশেষে কুড়ি ওভারে সাত উইকেটে ১১৬ রান করে ভারত।


অন্যদিকে শ্রীলঙ্কা ব্যাট করতে নামলে অধিনায়ক চামারি আতাপাত্তু প্রথম ওভারেই করেন ১২ রান। তবে দ্বিতীয় ওভারে বাংলার মেয়ে তিতাস সাধু বল করতে এসেই জোড়া উইকেট তুলে নেন শ্রীলঙ্কার। এরপর ক্রমাগত উইকেট পড়তে থাকায় ম্যাচে দাঁড়াতে পারেনি শ্রীলঙ্কা।


অবশেষে ৯৭ রানে অলআউট, এবং ১৯ রানে জিতে যায় ভারত।

Comments


bottom of page