এশিয়ান গেমসে পুরুষদের দলগত স্কোয়াশ ফাইনালে পাকিস্তানকে ২-১ম্যাচের ব্যবধানে হারিয়ে সোনা জিতলো ভারত। পিছিয়ে থেকেও দুর্দান্ত জয় পেলো ভারত । এটি নিয়ে শনিবার ২য় সোনা জিতলো।
প্রথম ম্যাচে পাকিস্তানের ইকবাল নাসিরের কাছে ০-৩ সেটে হেরে যান ভারতের মহেশ মানগাঁওকর। দ্বিতীয় ম্যাচ জিতে ভারতকে সমতায় ফেরান বাংলার ছেলে সৌরভ ঘোষাল , তিনি ৩-০ সেটে হারান পাকিস্তানের আসিম মোহাম্মদ খান বিরুদ্ধে।
১-১ সেটে তৃতীয় ম্যাচে মুখোমুখি হন ভারতের অভয় সিংহ এবং পাকিস্তানের নুর জামান।
প্রথম ম্যাচে মানগাঁওকর হারেন ৮-১১, ৩-১১ এবং ২-১১ ব্যবধানে। প্রথম সেটে দুই প্রতিপক্ষের মধ্যে তীব্র লড়াই হয়। দুই খেলোয়াড় পরস্পরের বিরুদ্ধে বেশ কয়েক বার বাধা দেওয়ার অভিযোগও তোলেন।
উত্তেজনায় ভরা প্রথম সেটের পর দ্বিতীয় এবং তৃতীয় সেট এক তরফা ভাবে জিতে যান পাকিস্তান-এর নাসির।
০-১ অবস্থায় পিছিয়ে থাকা অবস্থায় ভারতকে সমতায় ফেরান সৌরভ। তিনি কার্যত আসিমকে পর্যুদস্ত করে প্রথম ম্যাচে হারের বদলা নেন। ভারতীয় স্কোয়াশের অন্যতম সেরা খেলোয়াড় ম্যাচ জেতেন ১১-৫, ১১-১, ১১-৩ ব্যবধানে।
১-১ সমতায় শুরু হয় তৃতীয় ম্যাচ। অভয় প্রথম সেট জিতে এগিয়ে যাওয়ার পরেও ১-২ ব্যবধানে পিছিয়ে পড়েন। চতুর্থ সেট জিতে সমতা ফেরান অভয়।
শেষ পর্যন্ত তিনি ৩-২ ব্যবধানে ম্যাচ জিতে ভারতের দশম সোনা নিশ্চিত করেন। তিনি জেতেন ১১-৭, ৯-১১, ৮-১১, ১১-৯ এবং ১২-১০ ব্যবধানে। অসাধারণ এই জয় সোনা এনে দিলো ভারতকে।
গ্রুপ পর্বে পাকিস্তানের বিরুদ্ধে হারের প্রতিশোধে এই জয় আলাদা উচ্চতা দেবে ভারতীয় দলকে।
Comments