খেলা শুরুর আগেই খেল খতম। ফাইনালে পর পর ৬ উইকেট নিলেন ভারতীয় পেসার মহম্মদ সিরাজ। শ্রীলঙ্কার ইনিংস খতম ৫০ রানেই। আর সেই সঙ্গেই বিশ্ব রেকর্ড গড়লেন তিনি। এক ওভারে চার উইকেট নিলেন প্রথম একজন ভারতীয় পেস বোলার।
এদিন ম্যাচ শুরু হয় দুপুর ৩টে নাগাদ। টসের পরেই শুরু হয় বৃষ্টি। তাই ৪০ মিনিটের মত পিছিয়ে যায় খেলা। তবে খেলা শুরুর চার ওভারেই বাজিমাত। পর পর চার উইকেট নেন মহম্মদ সিরাজ। এর আগে প্রথম ওভারে একটি উইকেট নেন যশপ্রীত বুমরা। পরের ওভারেও রান দেননি সিরাজ।
চতুর্থ ওভারের প্রথম বলেই সিরাজ আউট করেন পাথুম নিসঙ্ককে। অফস্টাম্পের বাইরের বলে ব্যাট হাঁকাচ্ছিলেন তিনি। কভারের দিকে শট জেতেই ঝাঁপিয়ে পড়েন রবীন্দ্র জাডেজা। বলটা বেশ নিচু হয়েই আসে। কিন্তু কঠিন ক্যাচও সহজেই ধরে নেন ফিল্ডার জাদেজা।
এরপর ওভারের তৃতীয় বলে আসে দ্বিতীয় উইকেট। । সিরাজের বল ভিতর দিকে ঢুকে এসেছিল। বলের লাইন ফসকেছিলেন সাদিরা সমরবিক্রম। বল লাগে প্যাডে। আঙুল তুলতে একটুও সময় নেননি আম্পায়ার।
এরপরের বলেই আউট হন চরিথ আসালঙ্ক। বাঁ-হাতি ব্যাটসম্যানকে অফস্টাম্পের বাইরে বল করেন সিরাজ। সেই বলেই ক্যাচ আউট হন আসালঙ্ক।
ওভারের শেষ বলে ধনঞ্জয় ডি’সিলভার উইকেট নেন সিরাজ। এই বলটি ছিল আউটসুইং বল ছিল অফস্টাম্পের বাইরে। এই কভার দিয়ে ড্রাইভ করে চার মারতে গিয়েছিলেন ধনঞ্জয়। বল জমা পড়ে উইকেটকিপার কেএল রাহুলের হাতে।
এই ওভারেই শেষ হয়ে যায় শ্রীলঙ্কার ব্যাটিং পর্ব। এশিয়া কাপ জিততে ভারতের দরকার ছিল ৫১ রান। সেই রান করার জন্য রোহিত শর্মা ওপেন করতে নামেননি। নেমেছিলেন ঈশান। এদিন শুভমন গিলের সঙ্গে নেমেছিলেন ঈশান। মাত্র ৬.১ ওভারেই এশিয়া কাপ ভারতের জিম্মায়।
Comentários