'সনাতন ধর্মকে শেষ করতে চায় 'ইন্ডিয়া' জোট, মধ্যপ্রদেশের সভা থেকে বিস্ফোরক দাবি প্রধানমন্ত্রীর
- Jaita Chowdhury, WTN
- Sep 14, 2023
- 1 min read

বিরোধী জোট 'ইন্ডিয়া' সনাতন ধর্মকে শেষ করতে চায়। এক সময়ে স্বামী বিবেকানন্দ ও লোকমান্য তিলকের মতো মানুষদের অনুপ্রেরণা জুগিয়েছিলসনাতন ধর্ম। আজ তাকেই দেশ থেকে উৎখাত করতে চাইছে জোট ইন্ডিয়া। এদের না থামালে, সরাসরি আঘাত নেমে আসবে দেশবাসীর উপর। মধ্যপ্রদেশে একটি নির্বাচনী প্রচারে গিয়ে 'সনাতন ধর্ম' বিতর্কে এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
প্রসঙ্গত, দিনকয়েক আগেই সনাতন ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করেন এম কে স্ট্যালিনের ছেলে উদয়নিধি স্ট্যালিন। সনাতন অ্যাবলিশন কনফারেন্সে যোগ দিয়ে স্ট্যালিন বলেন,“কিছু জিনিসের প্রতিবাদ করা যায় না। সেগুলির অবলুপ্ত ঘটানো দরকার। আমরা ডেঙ্গু, মশা, ম্যালেরিয়া কিংবা করোনার বিরোধিতা করি না। আমরা সেটা নির্মূল করি। ঠিক সেভাবেই আমাদের সনাতন ধর্মকে অবলুপ্ত করতে হবে। ‘সনাতন’ শব্দটা এসেছে সংস্কৃত থেকে। এটা সামাজিক ন্যায় ও সাম্যের বিরুদ্ধে।”
তাঁর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী জানান, উদয়নিধির বক্তব্যের ঝাঁজালো জবাব দিতে হবে। বৃহস্পতিবার তাই নির্বাচনী প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “সনাতন ধর্মকে শেষ করতে চাইছে ইন্ডিয়া জোট। স্বামী বিবেকানন্দ, লোকমান্য তিলকের মতো ব্যক্তিত্বকে অনুপ্রেরণা দিয়েছে যে সনাতন ধর্ম, তাকেই দেশ থেকে মুছে ফেলতে চাইছে ইন্ডিয়া জোট। আজ প্রকাশ্যে আমাদের ধর্মের উপর আক্রমণ করছে, কাল দেশের মানুষের উপর হামলা চালাবে। দেশের সমস্ত সনাতনী মানুষকে ইন্ডিয়া জোট থেকে সতর্ক থাকতে হবে। যারা দেশকে ভালোবাসেন, তাঁদের উচিৎ ইন্ডিয়া জোটকে রুখে দেওয়া।”
Comments