top of page
Writer's pictureRuchika Mukherjee, WTN

১৪ জন টিভি উপস্থাপককে বয়কট করার সিদ্ধান্ত ইন্ডিয়া জোটের


বুধবার ইন্ডিয়া জোট থেকে সিদ্ধান্ত নিয়েছিল ১৪ জন টিভি উপস্থাপককে বয়কট করার। সেই সমস্ত উপস্থাপককের শোতে যাতে ইন্ডিয়া জোটের ১৪ জন টিভি উপস্থাপককে বয়কট করার সিদ্ধান্ত ইন্ডিয়া জোটের কেউ না যান সেব্যাপারে অনুরোধ করা হয়েছে। কারণ তাঁদের দাবি এই সমস্ত শো গুলোতে সাম্প্রদায়িক ঘৃণা ছড়ানো হচ্ছে।


কংগ্রেস দলের মুখপত্র পবন খেরা বলেছেন, অনেক বেশি মন খারাপ নিয়ে এটা করতে হচ্ছে। ইন্ডিয়ার মিডিয়া কমিটি একটি ভার্চুয়াল মিটিংয়ে বৃহস্পতিবার বিকেল বেলায় এই সিদ্ধান্ত নিয়েছে।পবন খেরা জানিয়েছেন একটা হিন্দি অডিও ক্লিপ পোস্ট করে। গত ৯ বছর ধরে এটা চলছে। খবরের নাম করে প্রতি সন্ধ্যায় যেভাবে ঘৃণা ছড়ানো হচ্ছে তাতে আপত্তি জানান।


মুখপাত্র এবং সমালোচকরা সেখানে যান এবং আমরা দর্শকের মতো ওখানে বসে থাকি। ইন্ডিয়া জোটের তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া দরকার। এই কারণেই ইন্ডিয়া জোট সিদ্ধান্ত নেয় কয়েকজন উপস্থাপককে চিহ্নিত করেছে। জানিয়েছেন, সেই অনুষ্ঠানে আমাদের কোনো প্রতিনিধি যাবেনা না।


চিহ্নিত করা উপস্থাপক গুলি হলো , রিপাবলিক টিভির অর্ণব গোস্বামী, টাইমস নাও নবভারতের নাভিকা কুমার, সুশান্ত সিনহা, আজ তকের সুধীর চৌধুরী ও চিত্রা ত্রিপাঠি, নিউজ ১৮ নেটওয়ার্কের আমন চোপড়া, আমিশ দেবগন, আনন্দ নরসিংহ, ভারত ২৪ এর রুবিকা লিয়াকত, ইন্ডিয়া টুডের গৌরব সাওয়ান্ত ও শিব আরুর, ইন্ডিয়া টিভির প্রাচি পরাশর, ভারত এক্সপ্রেসের অদিতি ত্যাগী ও ডিডি নিউজের অশোক শ্রীবাস্তব।

コメント


bottom of page