top of page

অবিরাম বৃষ্টিতে ভেঙে গেল বাঁশের সাঁকো, সমস্যায় বাসিন্দারা


গত কয়েকদিনের অবিরাম বৃষ্টিতে উত্তরবঙ্গের মেটেলি ব্লকের বাতাবাড়ি এলাকার অন্তর্গত ইনডং নদীর উপরের বাঁশের সাঁকো ভেঙে গিয়েছে।


ঘটনাটি ঘটেছে মিতালি ব্লকের মাটি আলী বাতাবারি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের বাতাবারি আজিমধুরা ও দক্ষিণ ধুপঝোরার বাংলা পাড়ার মাঝের ইনডং নদীর উপরের সাঁকো তে।


সাঁকোটি ইনডং নদীর দুই এলাকার বাসিন্দাদের যাতায়াতের সাহায্য করত। বেশ কয়েক দিনের লাগাতার বৃষ্টির জন্য ইনডং নদীর জলোচ্ছ্বাস বেড়ে যায়, এবং ভাসিয়ে নিয়ে যায় সাঁকোটিকে।


বর্তমানে দুই পারের বাসিন্দাদের যাতায়াত বন্ধ হয়ে গিয়েছে। বিশেষ করে বাতাবারি এবং আজিমধুরা-র মানুষদের অসুবিধা সবচেয়ে বেশি। কারণ, দক্ষিণের ধুপঝোরা যাওয়ার জন্য ওই সাঁকো ব্যবহার করত তাঁরা। সেখানকার স্কুল পড়ুয়াদেরও নিত্যদিনের যাতায়াতের সঙ্গী ছিল ওই সাঁকো।


অসুস্থ ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্যে অনেকটা ঘুরপথ নিতে হচ্ছে।


স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কাছে দাবি করেছেন, শীঘ্রই ওই সাঁকো মেরামত প্রয়োজন। অবিলম্বে কালভার্ট তৈরির দাবিতেও তাঁরা সরব।


মাটিয়ালি পঞ্চায়েত সমিতির সভাপতি হোসেন হাবিবুল হাসান জানিয়েছেন, ইতিমধ্যেই গ্রাম পঞ্চায়েতের থেকে ওই এলাকায় পাকা কালভার তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।


শুধু নদীর জল কমার অপেক্ষা। ভাঙা ওই বাঁশের সাঁকো তৈরির বিষয়টিও গ্রাম প্রধানকে জানানো হয়েছে।



Comments


bottom of page