top of page

সম্বলপুরী তালে নাচে মাতলেন আই এম এফ এর ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টিনা জর্জিয়েভা

এখন সমগ্র বিশ্বের নজর এখন নতুন দিল্লির দিকে। কারণ, রাত পোহালেই সেখানে প্রগতি ময়দানের ভারত মন্ডপমে অনুষ্ঠিত হতে চলেছে জি-২০সম্মেলন। সম্মেলনে যোগদান করতে ইতিমধ্যেই নতুন দিল্লিতে এসে পৌঁছাচ্ছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা।



এই সম্মেলনের সম্মানীয় অতিথি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আন্তর্জাতিক অর্থভাণ্ডার এর ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টালিনা জর্জিয়েভা। আগামী শনি ও রবিবার জি-২০সম্মেলনে যোগদান করবেন তিনি।


সম্মেলনে যোগ দেওয়ার জন্য আজ দুপুরে তিনি দিল্লি পৌঁছালেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানানো হয় ভারতীয় লোকগান, সম্বলপুরী সুরের তালে।


কিছুক্ষণের মধ্যেই দেখা যায় খোশমেজাজে আই এম এফ এর ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টিনা জর্জিয়েভা মঞ্চের উল্টো দিকে দাঁড়িয়ে সম্বলপুরীর তালে নাচে মেতে উঠলেন। নৃত্যশিল্পীদের অনুকরণে সম্বলপুরী সুরের তালে পা মেলালেন তিনিও।


পরে সেই ভিডিও সমাজ মাধ্যমে পোস্ট করেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।



দেবমাল্য ভট্টাচার্য


Comments


bottom of page