top of page

শহরের ব্যস্ততম রাস্তায় অবৈধ নির্মাণ ভাঙলো বিষ্ণুপুর পৌরসভা

Writer: Ruchika Mukherjee, WTNRuchika Mukherjee, WTN

বাঁকুড়ার বিষ্ণুপুরে পৌরসভার গোপালগঞ্জ সংলগ্ন এলাকায় শহরের গুরুত্বপূর্ণ রাস্তার পাশেই এক ব্যক্তি অবৈধ নির্মাণ তৈরি করেছিল। সেই অবৈধ নির্মাণ নজরে আসে বিষ্ণুপুর পৌরসভার.


পৌরসভার পক্ষ থেকে নোটিশ দেওয়া হয় নির্মাণকারীকে অবৈধ নির্মাণ ভেঙ্গে দেওয়ার জন্য, পৌরসভার নোটিশ পেয়েও নির্মাণকারী তার নির্মাণ ভাঙেনি।


আজ বিষ্ণুপুর পৌরসভার পক্ষ থেকে জেসিবি নিয়ে চেয়ারম্যানের এবং বিষ্ণুপুর থানা পুলিশের উপস্থিতিতে অবৈধ নির্মাণ ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হল।


পৌরসভার চেয়ারম্যান জানান পৌরসভায় যে সমস্ত অবৈধ নির্মাণ আছে তাদের বিরুদ্ধে লাগাতার অভিযান চালানো হবে পৌরসভার পক্ষ থেকে।


অন্যদিকে, অবৈধ নির্মাণকারী মেহেরবান শেখ জানান এই নির্মাণ করে তিনি ভুল করেছেন পৌরসভার পক্ষ থেকে আজ ভেঙ্গে দেওয়া হল।

Comments


bottom of page