top of page

বিশ্বকাপে এবার ৮২ কোটির ঝলকানি


বিশ্বকাপে এই বছরে সব মিলিয়ে ৮২কোটি টাকা পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।


বিজয়ী দল পাবে ৩৩ কোটি টাকা, রানার্স দল পাবে ১৬ কোটি।


সেমিফাইনালে যে দুটি দল পরাজিত হবে তারা পাবে ৬ কোটি।


এছাড়া, যে ৬টি দল নক আউট-এ পৌঁছাতে পারবে না, তারা পাবে ৮২ লক্ষ টাকা।


সব মিলিয়ে ৮২ কোটি টাকা পুরস্কার হিসাবে ধার্য করেছে আই সি সি।

Comments


bottom of page