top of page

গুজরাতের চলন্ত হমসফর এক্সপ্রেসে ভয়াবহ আগুন

Writer: Ruchika Mukherjee, WTNRuchika Mukherjee, WTN

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাতে একটি চলন্ত এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন লাগে আজ ২৩শে সেপ্টেম্বর। বিকেলে ওই ট্রেনটিতে আগুন লাগে।


বিধ্বংসী আগুন লাগে এসি কামরার পাশেই। দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ে কিছুক্ষনের মধ্যেই অন্য কামরা গুলোতে। এই অগ্নিকাণ্ডে এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে ব্যাপক ভাবে।


সূত্রের খবর, তিরুচিরাপল্লী থেকে শ্রী নগর যাওয়ার পথে শনিবার দুপুর ২ তো নাগাদ ট্রেন থেকে কালো ধোঁয়া বেরোতে দেখা যায় গুজরাতের বলসাড স্টেশন ছাড়ার পরেই। এরপর ট্রেনটিকে দ্রুত থামিয়ে বাকি যাত্রীদের সরিয়ে আনা হয় নিরাপদ জায়গায়।


আপাতত জানা গিয়েছে, শর্ট সার্কিট থেকেই ট্রেনে ওই কামরাই আগুন লাগে। এই অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পৌঁছায় দমকল। এরপর ঘটনাস্থলে পৌঁছায় প্রশাসনিক এবং রেল কর্তারাও।

Comments


bottom of page