top of page
Writer's pictureJaita Chowdhury, WTN

জলবায়ুর সঙ্গিন অবস্থা! "মানুষের কাছে নরকের দরজা খুলে যাচ্ছে," বললেন জাতিসংঘের মহাসচিব



মানুষের কাছে নরকের দরজা খুলে দিচ্ছে জলবায়ুর সংকট।' এমনই সাবধানবাণী শোনা গেল জাতিসংঘের মহাসচিব এন্টোনিও গুতেরসের মুখে। নিউইয়র্কের জাতিসংঘ কার্যালয়ে অনুষ্ঠিত হয় 'জলবায়ু লক্ষ্যমাত্রা সম্মেলন'। সম্মেলনের উদ্বোধন করেন এন্টোনিও গুতেরস।


এই সম্মেলনেই বিশ্বের ধনী দেশগুলি জীবাশ্ম জ্বালানির প্রতিষ্ঠানগুলি যেভাবে জলবায়ু সংকটকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে তার কড়া সমালোচনা করেছেন এন্টোনিও।


জাতিসংঘের মহাসচিব বলেন, "গোটা বিশ্ব জুড়ে বর্তমানে তাপ প্রবাহ দাবানলের মতো দুর্যোগ পরিস্থিতি তৈরি করবার ফলে মানবজাতি তার নিজের সামনে নরকের দরজা খুলে দিয়েছে। এই অবস্থার আমূল পরিবর্তনের পদক্ষেপ ছাড়া আমাদের সামনে প্রাক শিল্পায়ন যুগের তুলনায় বৈশ্বিক গড় তাপমাত্রা ২.৮ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি সহ একটি বিপজ্জনক ও অস্থিতিশীল ভবিষ্যৎ অপেক্ষা করছে।"


মহাসচিবের আরও বক্তব্য, " বিশ্ববাসীর ভবিষ্যৎ আমাদের হাতেই। অনেক দরিদ্র দেশেরই অনেক কারণে ক্ষোভ প্রকাশের যৌক্তিকতা রয়েছে।কারণ, তারা একটি সংকট তৈরিতে কোনো অবদান না রেখেও তার কারণে ভুগছে। কারণ তাদের যে পরিমাণ ক্ষতিপূরণ দেওয়ার কথা ছিল, তাও দেওয়া হয়নি বরং তাদের যে ঋণ দেওয়া হচ্ছে তার সুদ অনেক সময়ই আকাশ ছোঁয়া হয়ে উঠছে।"

Comments


bottom of page