top of page

দিল্লীতে তৃণমূলের বিক্ষোভের জের টেনে হাওড়ায় কেন্দ্রের বিরুদ্ধে তৃণমূলের বিক্ষোভ সমাবেশ


পশ্চিমবঙ্গের বঞ্চিত জব-কার্ড হোল্ডার এবং গ্রামীণ আবাস যোজনায় বঞ্চনার শিকার বাংলার পরিবারদের নিয়ে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ চলছে দিল্লীতে। ।সেই জের টেনেই হাওড়া তৃণমূল কংগ্রেস আজ সকালে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে


সেই সমাবেশে ১০০ দিনের কাজের ও আবাস যোজনা খাতে বকেয়া টাকা দাবির পাশাপাশি সাধারণ মানুষদের জন্যে হাওড়া-এসপ্ল্যানেড মেট্রো রেলের দ্রুত উদ্বোধনের দাবি ওঠে। বিক্ষোভ শান্তিপূর্ণ হলেও হাওড়া ময়দান সংলগ্ন এলাকায় যানবাহন বিপর্যস্ত হয়। মঙ্গলবার মঙ্গলাহাট থাকবার কারণে হাওড়া আজ অন্যদিনের চেয়ে জনবহুল। তার মধ্যে এই বিক্ষোভ সমাবেশের কারণে যে ট্রাফিক জ্যাম চলে, তাতে সাধারণ মানুষে নাভিশ্বাস ওঠে।


গত সোমবার গান্ধীজয়ন্তীর দিন দুপুরে দিল্লীর রাজঘাটে তৃণমূল কংগ্রেস যে ধর্না অবস্থান করে, দিল্লী পুলিশের ধাক্কাধাক্কির কারণে তা অসম্পূর্ণ রয়ে যায়।


রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এবং প্রধান বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর দিল্লীতে পাল্টা অবস্থান এবং সাংবাদিক সম্মেলনের পর থেকেই দিল্লী পুলিশ তৃণমূল কংগ্রেসের সঙ্গে সরাসরি সংঘাতের রাস্তা নেয়। দিল্লী পুলিশের এক আধিকারিককে বিক্ষোভকারীদের এই ধর্নাকে লাউডস্পিকারে 'তামাশা' বলে 'হঠে' যাওয়ার নির্দেশ দিতে সোনা গেছে।


কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং গতকাল নিজের নির্বাচন কেন্দ্র বিহারের বেগুসরাই থেকে সাংবাদিক সম্মেলনে বলেন ১০০ দিনের কাজ এবং আবাস যোজনায় পশ্চিমবঙ্গে যে দুর্নীতি হয়েছে, তা নিয়ে সিবিআই-এর তদন্ত করা উচিৎ।


তার পরিপ্রেক্ষিতে সন্ধ্যাবেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন যে সিবিআই তদন্ত হলে অভিযুক্ত চার জের জেলাতে হোক, বাকি ১৬টি জেলার বকেয়া অর্থরাশি যেন কেন্দ্র মিটিয়ে দেন।


এই ঘটনার পরে নবান্ন থেকে নির্দেশ দেওয়া হয় যে রাজ্যে কেন্দ্রের টাকায় চলা ১০০ দিনের কাজ এবং আবাস যোজনা খাতে টাকার অনিয়ম বন্ধ করতে সংশ্লিষ্ট অর্থ বিভাগে আধিকারিক (ডিডিও) নিয়োগ করা হবে।


দিল্লীতে আজ দুপুর থেকে বিক্ষোভ চলবে এবং সন্ধ্যা ছয়টায় কৃষি ভবনেও তৃণমূল প্রতিনিধি দল কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী বা প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। জানা যাচ্ছে, তার আগে গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর সঙ্গে শুভেন্দু অধিকারীর বৈঠক হবে।

Yorumlar


bottom of page