ট্রেনের ধুলো ময়লা পরিষ্কার হয় ইয়ার্ডের ওয়াশিং লাইনে। অটোমেটিক কোচ ওয়াশিং প্ল্যান্ট (এ সি ডাবলু পি ) আনা হয়েছে হাওড়া ইএমইউ কারসেডে।
প্রত্যেক দিন হাওড়া ছাড়ে বহু দুরপাল্লার ট্রেন। সেইসব ট্রেনকে পরিষ্কার করার জন্য এ সি ডাবলু পি বসানো হল। ঘূর্ণায়মান রোলার ব্রাশ ব্যবহার করে মাত্র ৭ থেকে ৮ মিনিটে ১২ বগির ট্রেন ধোয়া হচ্ছে। এখন প্রতিদিন ১৩টি রেক পরিষ্কার করা হয়ে সিস্টেম।
এ সি ডাবলু পি ২০% পরিষ্কার জল ও ৮০% রিসাইকেলড জল ব্যবহার করে অল্প ডিটারজেন্টে মিশিয়ে। এতে ট্রেনের বাইরের দিকের রঙের ক্ষতি হয় না।
শুধু পরিষ্কার করা নয়, জল সংরক্ষণও করছে নতুন এই সিস্টেম।
Comentarios