top of page

বাঁকুড়া কলেজ হোস্টেলের অস্বাভাবিক ফি বৃদ্ধি, বিক্ষোভ আবাসিকদের

একধাক্কায় অস্বাভাবিক হোস্টেলের আবাসিকদের মাথাপিছু ফি বৃদ্ধি, প্রায় তিন হাজার টাকা।



পরিকাঠামোর উন্নতির প্রতিশ্রুতি দেওয়া হলেও তা পালন করা হয়নি। এরই প্রতিবাদে শুক্রবার বাঁকুড়া খ্রীষ্টান কলেজে আছড়ে পড়ল আবাসিক পড়ুয়াদের বিক্ষোভ। কলেজের মূল প্রবেশ পথে তালা লাগিয়ে বিক্ষোভে সামিল হল আবাসিক পড়ুয়ারা।

বাঁকুড়া খ্রীষ্টান কলেজে সব মিলিয়ে পাঁচটি হোস্টেল রয়েছে। এই হোস্টেলগুলিতে মোট আবাসিকের সংখ্যা প্রায় চারশো। প্রতিটি হোস্টেলের ফি আলাদা আলাদা। কিন্তু চলতি শিক্ষাবর্ষে প্রায় সব হোস্টেলেই একধাক্কায় বাৎসরিক ফি বৃদ্ধি করা হয়েছে মাথাপিছু দুই থেকে তিন হাজার টাকা।


হটাৎ এত বিপুল পরিমাণ ফি বৃদ্ধি ঘটায় সমস্যায় পড়ে আবাসিক পড়ুয়ারা। আর তার প্রতিবাদেই মেইন বিল্ডিং এর মেইন গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভে ফেটে পড়ে পড়ুয়ারা। বিক্ষোভে সামিল রয়েছে স্নাতক স্তরের প্রথম বর্ষ থেকে তৃতীয় বর্ষের আবাসিক পড়ুয়ারা। অবিলম্বে বর্ধিত হোস্টেল ফি প্রত্যাহার না করলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে আবাসিকরা ।

Comentarios


bottom of page