top of page
Writer's pictureAfsana Nigar, WTN

হিরনের 'অশিক্ষিত' তোপে সুজিতের 'বিকল্প নেই' অস্ত্র, মুখ্যমন্ত্রীকে নিয়ে রাজনীতি তারাপীঠে

শনিবার বীরভূমের এক জনসভায় মুখ্যমন্ত্রীকে ‘অশিক্ষিত’ বলে মন্তব্য খড়গপুর সদরের বিজেপি বিধায়ক হিরন চট্টোপাধ্যায়ের। গত দু দিন ধরে বীরভূমের বিভিন্ন এলাকায় জনসভা করছেন হিরন। শনিবার তারাপীঠ মন্দিরে মা তারা পুজো দিয়ে নলহাটির জনসভায় যোগ দেন বিধায়ক। সেখানে তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কে 'অশিক্ষিত' মন্তব্য বিজেপি নেতার। জনসভায় বক্তব্য রাখার সময় তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গের মা-বোনেদের কোন নিরাপত্তা নেই, আগুন জ্বলছে বাংলায়, অতএব ভারতীয় জনতা পার্টি যেন বাংলার ক্ষমতা দখলে আনতে পারে’



শনিবার বেলা দশটা নাগাদ তারাপীঠে পুজো দিয়ে বেরিয়ে সংবাদমাধ্যমের প্সংরশ্বানের মুখে পড়ে হিরণ। সেখানেই এক প্রশ্নের উত্তরে তৃণমূলকে কটাক্ষ করে বলেন "তৃণমূলে যোগ দেওযার পর একটা ভ্যাকসিন দেওয়া হয় তাকে, সেই ভ্যাকসিনের নাম হচ্ছে 'চোর এবং দুর্নীতি' ভ্যাকসিন।"


হিরণের দাবি তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পরে ভালো মানুষও চোর হয়ে যায়। সেই প্রসঙ্গে তিনি আরো বলেন অভিনেতা দীপক অধিকারী,সায়নী ঘোষ ও নুসরাত জাহান, সবাই জনগণের থেকে টাকা নেওয়া শুরু করেছে।


বিজেপি বিধায়কের কটাক্ষের পাল্টা জবাব দিয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু। বাংলা তথা ভারতবর্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প আর কেউ নেই, মন্তব্য সুজিতের। একই দিনে তারাপীঠ মন্দিরে পুজো দেন দমকলমন্ত্রী।


সুজিত বসু আরো জানান বীরভূমের বিভিন্ন অঞ্চলে, যেমন তারাপীঠ, নলহাটি, মুরারই ও লাভপুরে দমকল বাহিনী গড়ে উঠবে। তার জন্য জেলাশাসকের কাছে জায়গা চাওয়া হয়েছে। জায়গা পাওয়া গেলেই কাজ শুরু হবে।


তবে হরিণের এই মন্তব্যের তীব্র বিরোধীরা করেছে রাজনৈতিক মহল। একাংশের মতে, মুখ্যমন্ত্রীক ব্যক্তি আক্রমণ করা একেবারেই নংরা রাজনীতির পরিচয়। বিজেপির তরফে এখনও এই ব্যাপারে কোনও প্রতিক্রীয়া পাওয়া যায়নি।


Comments


bottom of page