top of page

১০ বছর আগের খুনের মামলায় ছবি ডিলিট পুলিশের, এসপি-কে তদন্তভার আদালতের

বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টে চলা এক মামলায় মামলাকারীরা জানান যে আতঙ্কে দিন কাটাচ্ছে তাঁরা। ১০ বছর আগের খুনের অভিযোগ ওঠার পর থেকে নানা রকমের হুমকির শিকার হচ্ছেন । । খুনের অভিযোগ তৃনমুল ব্লক সভাপতির বিরুদ্ধে।



পারিবারিক ইট ভাটার দখলকে কেন্দ্র করে বড় ভাইয়ের ছেলেকে সবার সামনে বাজারে খুন করে দুষ্কৃতীরা। সেই দৃশ্য সেখানে উপস্থিত পথচারীদের মোবাইলে তোলা হয়েছিল।


ঘটনার সময় উপস্থিত ছিল একজন সাংবাদিক যার মোবাইলেও সেই মূহর্তের ছবি ছিল। তিনি স্থানীয় চ্যানেলে সেই ছবি প্রকাশও করেন।


মৃতের ভাগ্নে সঞ্জু দাস এবং সাংবাদিক রাজু শেখ অভিযোগ করেন তাদের প্রতিনিয়ত হুমকি শুনতে হচ্ছে, আতঙ্কে বাড়ি যেতে পারছে না।


তাঁরা আরও অভিযোগ করেন সুতি থানার পুলিশ তাদের ফোন থেকে সব ফটো ডিলিট করে দেয়। সব তথ্য প্রমান লোপাট করার অভিযোগে আভিযুক্ত পুলিশ। মামলা গড়ায় হাইকোর্টে।


বৃহস্পতিবার হাইকোর্ট নির্দেশ দেয়, এই কেসের ডায়েরি আর সব নথি এসপি-কে পাঠানোর জন্য। সুতি থানার পুলিশকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে আদালত।


Comments


bottom of page