অভিষেকের মত ইডিকেও মৌখিক রক্ষাকবচ আদালতের, হয়রানি বন্ধ হওয়া দরকার, মন্তব্য বিচারপতির
- WTN বাংলা নিউজডেস্ক
- Sep 14, 2023
- 1 min read

নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মৌখিক রক্ষাকবচ দিয়েছিল ইডি। মৌখিক নির্দেশে আদালত বলে দিয়েছিল ইডি তার বিরুদ্ধে কোনও কড়া ব্যবস্থা নিতে পারবে না। এবার সেই ইডিই রক্ষাকবচ চেয়ে আদালতে। ইডিকেও খালি হাতে ফেরায়নি আদালত। অভিষেকের মত ইডিকেও মৌখিক রক্ষাকবচ দিয়েছে আদালত ।
নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে বার বার হেনস্থা হতে হচ্ছে ইডি কর্তাদের, এই অভিযোগ নিয়ে আদালতে ইডি। বিচারপতি অমৃতা সিনহাকে ইজির আইনজীবী ধিরাজ ত্রিবাদী বলেন, তদন্ত করতে গিয়ে হেনস্থার মুখে পড়তে হচ্ছে ইডি অফিসারদের। অনেককেই চিঠি পাঠিয়ে হেনস্থা করা হচ্ছে। আইনজীবী জানান, এই সবের মূলে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা বলে পরিচিত লিপস অ্যান্ড বাউন্ডস কোম্পানিতে তল্লাশির ঘটনা। ওই কোমেপানির দফতর থেকে ১৬ টি ফাইল ডাউনলোড করার ঘটনায় চাপ দিচ্ছে কলকাতা পুলিশ।
এই অভিযোগে ইডিকে মামলা ফাইল করতে বলা হয়।তবে যেহেতু মামলা ফাইল করে নি কেন্দ্রীয় সংস্থা তাই বিচারপতি জানান তিনি কোনও লিখিত নির্দশ দেবেন না। মৌখিক নির্দেশে তিনি বলেন , তিনি আশা রাখতেন এর পর আর ইডির অফিসারদের কোনও চিঠি পাঠাবে না কলকাতা পুলিশ। হয়রানির অভিযোগ বন্ধ হওয়া দরকার।
Comments